২০১৫ থেকে হাজার হাজার তরুণ তরুণীদের নিয়ে দেশের রাস্তাঘাট পরিষ্কার করেন ফিদা হক। তাঁর কথা, গত ৩০ বছরে বাংলাদেশের অনেক এগিয়েছে কিন্তু কোন বিদেশী বা প্রবাসীরা যখন দেশে আসে তারা এই উন্নয়নটা দেখতে পায় না কারণ আমাদের আবর্জনার নিচে এই উন্নয়নটা চাপা পড়ে যায়। সম্প্রতি সিডনি এসে তার অভিজ্ঞতার কথা বলেছেন bangla-sydney.com কে। চলুন শুনি তার গল্প - Share on Facebook               Home Page             Published on: 13-Feb-2019 |