প্রিয় দর্শক আমরা bangla-sydney তে "কথা ও সুর" নামে একটি ধারাবাহিক সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করার পরিকল্পনা করেছি। বিদেশে বসবাস করেও যারা শত ব্যাস্ততার মধ্যে একটু সময় করে বাংলা সংস্কৃতি চর্চা করে চলেছেন তাদের নিয়েই আমাদের এই আয়োজন। আপনার আশে পাশে অনেক প্রতিভা লুকিয়ে আছে তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিন। ছোটছোট ছেলেমেয়ে কিংবা বড়রা, নতুন কিংবা প্রতিষ্ঠিত, প্রবাসী কিংবা অতিথি সব শিল্পীরাই আসতে পারেন এই অনুষ্ঠনে। আমাদের সাথে যোগাযোগ করে একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করুন, নাচ, গান, কবিতা, প্রসঙ্গিক আলোচনা ও আপনার সৃজনশীলতা দিয়ে নির্মান করুন "কথা ও সুর" এর একটি নতুন পর্ব। এই পর্বের আয়োজকঃ মমতাজ রহমান চম্পা আনিসুর রহমান E anisur57@gmail.com M 0411 693 092 Share on Facebook               Home Page             Published on: 18-Aug-2016 |