bangla-sydney













কাজী লাবণ্যের নতুন বই



ঈশ্বর তো সর্বস্রষ্টা, সর্বদ্রষ্টা। তিনি সব বিভাজনের ঊর্ধ্বে থেকে সকলকে দেখতে পান। মানুষে মানুষে বিভাজন, জাত পাতের বিচ্যুতিতে প্রশ্রয় না দিয়ে তিনি কি সৃষ্টিকে আগলে রাখেন? এইসব প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টাতেই এই আখ্যানের সৃষ্টি। ভিন্নভাবে বলা যায় মানুষ আর মানুষের চোখে ‘না-মানুষদের’ বঞ্চিত জীবনের কদর্য চিত্র তুলে ধরার প্রয়াসেই এই লেখার জন্ম। উল্টোদিকে পবিত্র মাটি থেকে সৃষ্ট সভ্য, শিক্ষিত আর সুশীল মানুষদের যাপনে কি কদর্যতা নেই? নিপীড়ন নেই? তাদের আলোকিত প্রাসাদের ভেতরে কি গোপন অন্ধকার নেমে আসে না? সেসবের কতটাই বা সবার সামনে আসে? এইসব নানাবিধ উপেক্ষা, বিভাজন, বঞ্চনার মধ্য থেকে দু’একজন মানুষ সমাজের কদর্য চিত্রে আলো ফেলতে চায়। চায়, না-মানুষদেরকে অধিকার বা আলোর পথে আনতে। সেই চাওয়ার কাহিনীই কখনো কখনো ঢুকে পড়ে সিনেমা, নাটক কিংবা গল্প, উপন্যাসের ফ্রেমে। সেই ফ্রেমের নাম, ‘অনশ্রু ঈশ্বর’।

বই - অনশ্রু ঈশ্বর
প্রকৃতি - উপন্যাস
লেখক - কাজী লাবণ্য
প্রকাশক - বিদ্যাপ্রকাশ
মুদ্রণ মূল্য - ৪০০ টাকা

বাংলাদেশের অনলাইন বুকশপ এবং সিডনির প্রশান্তিকা বইঘরে বইটি পাওয়া যাবে।









Share on Facebook               Home Page             Published on: 20-Apr-2024

Coming Events: