bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



আসিয়া
কাজী লাবণ্য

গত দুদিন ধরে ঘরের পেছনের এই জায়গাটায় লেবু গাছটার ঝোপের আড়ালে
বসে আছে আসিয়া বেগম। দিন রাত তার এখানেই কেটে যাচ্ছে...


পরের অংশ



আমাদের এই গ্রহের আনন্দ- বেদনা, জন্ম- মৃত্যু, বা সুনামি- ভূমিকম্পে চন্দ্র উপগ্রহের কিছু যায় আসে না। সে তার পল অনুপল হিসেব মত শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, পূর্ণিমা, অমাবস্যায় নিমগ্ন থাকে। আজ মনে হয় পূর্ণিমা তাই এই রাত দুপুরে চারিদিক এক অপূর্ব আলোক আভায় উদ্ভাসিত হয়ে আছে। মাঝে মাঝে কিছু হালকা মেঘ চাঁদের সাথে খেলছে লুকোচুরি খেলা। দীর্ঘক্ষণ চাঁদ ও মেঘের দিকে তাকিয়ে থাকলে মনে হয় মেঘ নয় যেন চাঁদই দৌড়াচ্ছে। আবার মনে হয় চাঁদ মাঝে মাঝেই অনেকখানি নিচে চলে আসছে। রাত যতই বাড়ছে অকৃপণ হাতে সে ঢেলে যাচ্ছে তার মনোমুগ্ধকর ধারকরা আলোর অমিয় সুধা।

আশ্বিন মাস চলছে। কিছুদিন আগেও যে অসহনীয় গরম ছিল তা অনেকটাই কমে এসেছে। বরং এখন শেষ রাতের দিকে হালকা শীত শীত লাগে। গায়ে কাঁথা জড়াতে হয়। রাতের দিকে প্রায়ই কুয়াশা দেখা যায়। পূর্ণিমার অমিয় সুধা পান করার বা তার নান্দনিক সৌন্দর্য উপভোগ করার অবস্থা আসিয়া বেগমের নয়। তবে হ্যাঁ, ফকফকা জোনাক হলে রাতবিরেতে বের হতে ভয় লাগেনা, কেরোসিন তেলের খরচটাও কিছুটা কমে। গ্রামের মানুষ জোছনাকে এমনভাবেই দেখে অভ্যস্ত। তাছাড়া জোছনার সময় চোর আসেনা, এটা একটা অনেক বড় সুবিধা।

গত দুদিন ধরে ঘরের পেছনের এই জায়গাটায় লেবু গাছটার ঝোপের আড়ালে বসে আছে আসিয়া বেগম। দিন রাত তার এখানেই কেটে যাচ্ছে খেয়ে না খেয়ে। ৩দিন আগে তার জীবনে ঘটে গেছে এক অভাবনীয় চরম দুর্ঘটনা। আসিয়া কল্পনাও করতে পারে না তার জীবনে এমন ঘটনার কথা, একি হল ওর!

গ্রামের নাম চান্দের ডাঙ্গা। গ্রামের একেবারে পূর্ব সীমানায় প্রামাণিক পাড়া। পুরো পাড়ায় অবস্থাপন্ন প্রামাণিকদের বাস। তাদের বৃহৎ পরিবারের প্রায় সকলেই শহরে চলে গেছে। কারো বাড়িতে হয়ত তালা দেয়া, কারো বাড়িতে কেবল দুই বুড়োবুড়ি, কেউবা কাজের লোক রেখে চলে গেছে। আর কিছু পরিবার আছে যারা শিক্ষাদীক্ষায় তেমন কিছু করতে পারেনি তারা তলানি হিসেবে এই গ্রামের ভিটায় রয়ে গেছে।

পাড়ার পশ্চিম প্রান্তে কয়েক ঘর প্রান্তিক মানুষের বাস। যারা বংশানুক্রমিক ভাবে এই বসত ভিটায় আছে। অনেক বছর আগে প্রামাণিকদের কোন এক পূর্বপুরুষ এদেরকে এই জায়গাটুকু বাস করার জন্য দিয়েছিল। ক্রমে এরা এখানে কয়েক ঘর হয়ে গেছে, জায়গা সংকুলান না হওয়ায় কেউ কেউ উঠে অন্যত্র চলে গেছে।

আসিয়ার স্বামীরা এখানে ৩ ভাই পরিবার নিয়ে থাকে। সকলেরই ঘরে বাঁশ ও পাটখড়ির বেড়া উপরে খড়ের চাল। বাড়ির পেছনে পুরাতন আমলের কর্তাদের তৈরি করে দেয়া একটি ইঁদারা আছে, সবাই সেখান থেকে পানির প্রয়োজন মেটায় আবার ক বছর আগে শহরের ডাঃ ভাইজান এসে পান করার জন্য একটি টিউবওয়েল স্থাপন করে দিয়েছে। এই বাড়ির পেছন থেকে যতদূর চোখ যায় সব ভাইজান দের জমি, এগুলা দেখাশোনা করাই আসিয়ার স্বামী এবং অন্যান্যদের কাজ। তার বিনিময়ে ভাইজানরা যা দেয় তাই দিয়ে কোনমতে চলে যায় তাদের জীবন সংসার। বাড়ির ঠিক পাশেই একটি বিরাট উঁচু ছাতার মতো মহীরুহ আছে, যেটি একটি সিঁদুরে আমের গাছ। এই অতি বৃহদাকার প্রাচীন গাছটি যেন কোমল ছায়ায় ঘিরে রাখে এদের বসতভিটা সহ দুটি বাঁধানো অতি প্রাচীন কবর। কবরের গায়ে লেখা আছে, যারা এখানে শুয়ে আছেন তাদের নাম, তারিখ সন। কবরের পরেই শুরু হয়েছে এক গহীন বাঁশঝাড়। যেখানে মনে হয় সূর্যালোক ঢোকেই না। কাটা হয়না বলেই এটি একটি নিবিড় ঘন অরণ্যের মতো হয়ে গেছে। সবাই বলে এর ভিতরে সাপ খোপ তো আছেই, জীন আছে ভুতও আছে। সকলেই এই বাঁশঝাড় এড়িয়ে চলে। তবে জীন-ভুত না থাকলেও সাপ, বেজী, বড় বড় লাল কালো পিঁপড়া, বিভিন্ন পাখি, চামচিকা, পেঁচা, বাদুর ইত্যাদি আছেই। আর আছে কিছু কিছু উইয়ের ঢিবি।

আসিয়া কিছুতেই এই বাঁশঝাড়ের ধারে কাছে যায়না বাচ্চাদেরকেও যেতে দেয় না। আসিয়ার স্বামী মোজাফফর, যাকে গ্রামের সবাই মোজা বলে ডাকে। বেশ পরিশ্রমী বোকা সোকা নির্ভেজাল মানুষ। নির্ভেজাল না হলে জমির মালিক ডাঃ ভাই, প্রফেসর ভাই ওকে এত ভালোবাসতো না বা বিশ্বাস করত না। জমি জিরাতের বর্তমান মালিকেরা কয়েক ভাই তারা সকলেই বিভিন্ন শহরে থাকে। কেউ ঢাকায় থাকে। কেউ দেশের বাইরে থাকে। কেবল একজন কাছাকাছি এই রংপুর শহরে থাকে সেই মাঝে মাঝে আসে দেখাশোনা করে, কিছু নির্দেশ দিয়ে টিয়ে চলে যায়।

আসিয়ার ৩ কন্যা। ওদের স্বামী স্ত্রীর ইচ্ছা এবার সন্তান নিলেই একটি পুত্র হবে। এবং পুত্রের আশায় আশায় এক এক করে ৩ কন্যা এসেছে ওদের সংসারে। গ্রামে বাবার নামের সঙ্গে মিল রেখে মেয়েদের নাম এবং মায়ের নামের সঙ্গে মিল রেখে পুত্র সন্তানের নাম রাখার রেওয়াজ অনুযায়ী ৩ কন্যার নাম রেখেছে যথাক্রমে- ময়না, মরিয়ম কিন্তু তিন নম্বরে এসে আর মিল না পেয়ে ছোটটির নাম রাখা হয় ডায়না।

৩ টি মেয়েই স্কুলে পড়ে। গ্রামে আজকাল বেশ কিছু নানা ধরনের স্কুল হয়েছে, এবং স্কুলে আনার জন্য গ্রামের বাচ্চাদেরকে নানারকম সুযোগ সুবিধা দেয়া হয়। তাদের উৎসাহ দেবার জন্য বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়। লেখাপড়ার জন্য না হলেও টাকা, গম বা অন্যান্য সুবিধার জন্য প্রায় সবাই বাচ্চাদেরকে স্কুলে পাঠায়। আজকাল পাড়াগাঁয়ের হত-দরিদ্র ঘরের বাচ্চারাও জানে জাতীয় মাছ, পশু, পাখি ইত্যাদির নাম। অনেকেই জাতীয় সঙ্গীত গাইতে পারে, বিজয় দিবস স্বাধীনতা দিবসের মধ্যে পার্থক্য না জানলেও দিন তারিখ গুলো অনেকেই জানে। তাদের অনেকেই জানে খাবারের আগে সাবান দিয়ে হাত ধুতে হয়।

বাচ্চাদের কাপড় চোপড়ের ব্যাপারে ভাইজান বা ভাবীকে বললে তারা পুরনোটার সাথে নতুনটাও দিয়ে দেয়। শীতের সময় কিছু গরম কাপড়, ঈদের সময় কাপড় চোপড় তারাই শহর থেকে পাঠায়। এই মানুষ গুলোর অভাব আছে কিন্তু এরা তেমন ভাবে অভাবের গুরত্ত অনুধাবন করতে পারেনা বলেই সকল অবস্থাতেই সন্তুষ্ট থাকে এবং নিজের অবস্থা মেনে নিয়ে মোটামুটি হাসিখুশিতেই জীবন পার করে দিতে পারে।

বিকেলে বাচ্চারা সবাই সিঁদুরে আম তলায়, এলাকার লোকজন যাকে বলে সেন্দুরাই আমের তলা সেখান থেকে আরো সংক্ষিপ্ত করে সেন্দুরার তলা বলে, সেখানে হাডুডু, কিতকিত, কাবাডি, বউচি ইত্যাদি খেলে। গ্রামের অনেক বিচার আচার হয় এই সেন্দুরার তলেই। ছোট বড় সকলের আড্ডার জায়গাও এই সেন্দুরার তলা, প্রতি শুক্রবারে এখানে বসে একটি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র কাজেই এই জায়গাটি প্রায় সময়ই সরগরম থাকে।

দিন তিনেক আগের সন্ধ্যাবেলা। আসিয়া সংসারের সমস্ত কাজ কাম শেষ করে দুপুরে স্বামী বাচ্চাদেরকে খাইয়ে, নিজে খেয়ে ঘরের পেছনে বসে নারিকেল পাতা থেকে ঝাড়ু বানানোর কাঠি তুলছিল। এমন সময় ময়নার বাপ হাঁক পারে -

-ঐ ময়নার মা মুই আড়াবাড়িত গেনু বাঁশ কাটির, কান খাড়া থুস, কাটা হইলে ডাক দেইম আসিস, বাঁশ টানি বাইর করা নাগবে।

প্রতি বছর এই সময়ে মানে এই আশ্বিন মাসে বাঁশ কেটে বেড়া দিয়ে জমিতে শীতের শাক সবজি লাগাতে হয়। বেড়া না দিলে গরু ছাগল খেয়ে শেষ করে ফেলে। বাঁশ কাটার সময় দরকার হলে মোজা একজন কাউকে ডেকে সাহায্য নেয়। কিন্তু আজ ময়নার মাকেই ডাকছে, যেটা আসিয়ার একদম পছন্দ নয়।

মোজা বলে গেল কিন্তু আসিয়া কোন উত্তর দিল না, মোজা আবার বলল -

-কোনটে শুনছিস? মুই গেনু কিন্তু, এই ডাকা মাত্র টপ করি আসিস। নাইলে পিঁপড়া কামড়ে এলা শ্যাষ করি দেবে।

- তা তোমরা আর কাকো ডাকান নাই ক্যানে, মুই ওগুলা পাও? ওগুলা কি মাইয়া মাইনষের কাম? আসিয়ার গলায় ঝাঁঝ ফুটে ওঠে।

-আরে কাইল সানজোত পাগলার হাটত ওই বান্দর বাবলুটাক কচনু যে কাইল এনা আসিস ত বাঁশ কাটিম, অরে বাদে ত সারাদিন বসি থাকনু, তা কই সে শালা ত আসিল না। আর আজ না কাটলে মেলা দেরি হয়া যাইবে। এই বাঁশ কাটিয়া বেড়া বানাবার নাগবে তেমনি শাগের বিচি ছিটাইম, ধুনিয়া ছিটাইম, টামাটোর চাড়া আনি নাগাম বলতে বলতে মোজা বাঁশঝাড়ের দিকে চলে যায়। আসিয়ার বড় রাগ হয়। সে সংসারের কোন কাজটা করেনা, গরুর জন্য ঘাস কাটা, গরুড় খাবার তৈরি করা রান্নার জন্য খড়ি-টরি জোগাড় করা এছাড়া ঘড়ের কাজ, রান্না, ঘড় দোড় পরিষ্কার করা সবইত করে। কিন্তু এই বাঁশঝাড়ের ধারে কাছেও ওর যেতে ইচ্ছে করেনা। এই কথাটা বহুবার বলার পরেও ময়নার বাপের মনে থাকে না।

কিছুক্ষণ পরেই বেশ কবার ডাকলেও আসিয়া ওঠেওনা, কোন সাড়াও দেয়না। এবারে গলা আরো তুলে গর্জন দিয়ে ওঠে মোজা -

-ওই ময়নার মাও! এতবার ডাকোচো শুনিসনা? শালী কতা তোর কানত ঢোকে না? হাজারবার ডাকাওচো, তুই যে নড়িসে না, এ্যাটে মোক পিঁপড়া কামড়ে শ্যাষ করি দেইল নবাবের বেটি বসি খায়া খায়া তোর গাওত চরব নাগচে। আসিয়ার আর সহ্য হয়না। ওকি বসে খায়! সংসার সংসার করে মুখে ফেনা তোলার পরও এত কথা!

-মুই পাবান্নাও, কয়া দিচুনা বাঁশ টানির পাইম না। সওগ কাম করির পাইম ওই আড়াবারিত যাইম না, যাইম না, আর মুই বসি খাঁও, এ্যা? মুই বসি খাঁও, মোর গাওত চরব হইচে, বাপরে এত বড় কতা, দিন রাইত কাম করি করি মোর জেবন শ্যাষ আর তোমরা এগিলা কতা কন। মুই আর কোন কামে করিম না, দেখো তোমরা কি করেন।

মোজারও আর সহ্য হয়না। বাঁশ কাটা হয়ে গেছে, কেবল গোঁড়াটা ধরে দুজনে টান দিলেই হড়হড় করে বেড় হয়ে আসতো। কাল পাগলার হাটে, সেদিন হাটখোলার হাটে সে বাবলুকে আসতে বলেছিল, সে এলোনা সেকি মোজার দোষ? এদিকে সারা গায়ে পিঁপড়া, মশা একেবারে ছেকে ধরেছে। রাগ একেবারে মাথায় উঠে গেল -

-ওই হারামজাদি! মোর কতা তোর গাওত নাগোচে না, কামাই করি তোক খিলায় কায়? এ্যা? কার কামাই খায়া এত ত্যালেং ত্যালেং করি বেড়াস, অস হইচে? এ্যা? অস এক্কেরে বাইর করি দেইম ফকিন্নীর বেটি -

-খবরদার যা মোকত আইসে তাই কন্না ময়নার বাপ মুই -

-ওই চুপ! এক্কেরে চুপ! একটা কতাও কবুনা...

-ক্যানে তোমরা দুনিয়ার কতা কওচেন, তাতে দোষ নাই আর মুই কইলে দোষ...

-ওই চুপ!

-চুপ না করলে কি করমেন! এ্যা! কি করমেন! সমান তেজে উত্তর দেয় আসিয়া

-এই ঝগড়ি মাগী কয় কিরে! এ্যার ত্যাল হইচে বেশী... দেকপার চাস কি করিম, দেকপার চাস! রাগে একেবারে অন্ধ হয়ে যায় মোজা । হঠাত ওর কি হয়- সারাজীবন যা দেখে এসেছে, শুনে এসেছে...

-হারামজাদী যাহ তোক তালাক দিনু। এক তালাক! দুই তালাক!! তিন তালাক !!!

বিস্ফারিত চোখে তাকিয়ে থাকে আসিয়া। আচমকা কি দুনিয়াটা শব্দহীন হয়ে গেল! থেমে গেল জীবনের সকল কোলাহল! তা না হলে আসিয়ার কানে কিছুই ঢুকছে না কেন, সব কিছু নিস্তব্ধ হয়ে যায়, বাঁশঝাড়ের মাথা থেকে কিছু পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যায়। একি হলো! কি ঘটল! মোজাও কিছু ভেবে এমন করে নাই বা এমন কিছু ওর মাথাতেও ছিলনা, কিন্তু কেমন করে মুখ দিয়ে যেন বের হয়ে গেল! ঘটনার আগা মাথা কিছুই আর মাথায় ঢোকে না মোজার- সে বাঁশ, দা সব আছাড় মেরে ফেলে বাঁশটিতে একটা লাত্থি মেরে ঘটনাস্থল থেকে হনহনিয়ে চলে যায়। ততক্ষণে বাড়ির ছোটবড় সবাই এসে জড়ো হয় এবং বাতাসের আগে এ কথা রাষ্ট্র হয়ে যায় যে মোজা আসিয়াকে তালাক দিয়েছে।

এরপর থেকেই আসিয়া আর বাড়ি ঢোকেনি। নানা মানুষ নানা কথা বলতে লাগল। প্রথম দুদিন আসিয়া কিছু খায়নি, বড় মেয়েটি থালায় ভাত সাজিয়ে গ্লাসে পানি সহ নিয়ে এসেছিল, কিন্তু আসিয়া ছুঁয়েও দেখেনি। এবং এখান থেকে সে বুঝতে পারছিল ময়নার বাপও কিচ্ছু খায় নাই। প্রথম রাত পরের সারাদিন গত হবার পর পরদিন রাতে সবাই যে যার মত ঘুমিয়ে পরলে মোজা পা টিপে টিপে এসে আসিয়ার পাশে হাত পা ছড়িয়ে বসে পরেছিল, বসেছিল সারারাত। কিন্তু দুজনের কেউই কোন কথা বলেনি কারো সাথে। কথা না বললেও এতদিনের সাথী তারা কি পরস্পরকে অনুভব করতে পারছিলনা! পারছিল। আসিয়া কেবল নীরবে কেঁদেছে।

সময়ের সাথে সাথে গ্রামের মানুষ একেকজন একেক কথা বলাবলি শুরু করেছে। এক সময় আসিয়ার বড় জা এসে আসিয়ার পাশে বসে খুব দরদ নিয়ে বলে -

-শুন ময়নার মাও কি আর করবু, আর তো কিছু করার নাই, যা হবার হয়া গেইচে, এটা ত আর ফিরানো যাইবেনা। তুঁই তোর ভাইয়ের বাড়ি চলি যা। আর এইটে না থাকিস। ছাওয়ারা থাকিল, মুই দেখাশোনা করিম। তুঁই চিন্তা না করিস। আসিয়া কোন কথা বলে না বা মুখ থেকে ঘোমটাও সরায়না, ওর দৃষ্টি নিবদ্ধ থাকে মাটির দিকে। এরকম আরো দু-চারজন দরদি পাড়া প্রতিবেশী সময় অসময়ে এসে নানারকম বুদ্ধি পরামর্শ দিতে লাগল। পরদিন সকাল সকাল ময়নার বাপ কোথায় যেন চলে যায়, আসিয়া ওখানে বসেই সব কিছু টের পায়। মানুষটা আজ আড়াইদিন ধরি কিচ্ছু খায় নাই। না খাওয়া মানুষটা এই সাত সকালে কোনটে গেল ফির তাক কায় জানে। মোজার বড়ভাই বয়সের ভারে একেবারে ন্যুজ হয়ে পড়েছে, সেও আজ ঘরের বাইরে এসে একা একাই রাগের সুরে বলে-

-এই হারামজাদা একটা বলদ, একটা গাধা, বেটি সিয়ান হইছে এখন তার বিয়া শাদি দেওয়া নাগবে কোনটে সেগুলা চিন্তা করবে, নামাজ কালাম পড়বে, আল্লাক ডাকাইবে, তানা এই বুড়া বয়সে এখন এরা আজাইরা নাটক শুরু কচ্ছে... গাধাটাক ধরিয়া উচিত মতোন খড়ম দিয়া ডাঙ্গা দরকার...

গ্রামে এত বড় কাণ্ড ঘটে গেছে, ঘটারও আজ ৩ দিন হয়ে যাচ্ছে, কেবল বলাবলি, কানাঘুষার মধ্যেই কি আর সীমাবদ্ধ থাকবে! এর বিহিত করা লাগবে না! তালাক দেওয়ার পরও আসিয়া বেগম বেগানা পুরুষের ভিটায় বসে আছে, এ কেমন বেলেল্লাপনা, নাহ এসব তো চলতে দেয়া যায়না। আল্লাহর দুনিয়া থেকে ধর্ম কর্ম কি উঠে গেল! এসব দেখার কি কেউ নাই! বিকেলের দিকে আসরের নামাজের পর প্রায় সকল নামাজি এবং মসজিদের হুজুর সহ বেশ কিছু মানুষ এসে বসে সেন্দুরার তলে। এসেই তারা মোজা! মোজা! বলে হাক ছাড়ে কিন্তু মোজা ত নাই। কেউ বলে মোজা পালিয়ে গেছে। কেউ বলে হারামজাদা আবার কোনটে মরবার বাদে গেইচে। অনেকেই হুজুরকে জিজ্ঞেস করে - এখন উপায় কি? মোজা তো বউকে তিন তালাক দিছে সব্বাই শুনছে কাজেই আর তো কোন উপায় নাই, তাইনা হুজুর? একেক জন একেক কথা, নিজের মতামত, প্রশ্ন ইত্যাদি করে, আর ফিসফাস কানাঘুষা চলতেই থাকে।


পরের অংশ






Share on Facebook               Home Page             Published on: 6-Apr-2017

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far