bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













নিউ সাউথ ওয়েলস রাজ্য নির্বাচনে লেবার পার্টির জয়
কাউসার খান



Chris Minns
অস্ট্রেলিয়ার বাণিজ্যিক রাজধানী সিডনির রাজ্য নিউ সাউথ ওয়েলসের ৫৮তম রাজ্য সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার দল লেবার পার্টি। প্রায় ১৬ বছর পর এই রাজ্যে নির্বাচনে জয় লাভ করেছে দলটি। আর টানা ৩ মেয়াদে রাজ্যের ক্ষমতায় থাকার পর পরাজিত হয়েছে দেশটির প্রধান বিরোধী দল লিবারেল পার্টির। যদিও রাজ্যটির ইতিহাসে ৪র্থ মেয়াদে কোনো জোট সরকারেরই জয়ের রেকর্ড নেই। আর এর মধ্য দিয়ে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী (প্রিমিয়ার) লিবারেল নেতা ডমিনিক পেরোটেটকে হারিয়ে ৪৭তম নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হচ্ছেন লেবার পার্টির নেতা ক্রিস মিনস।

আজ শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনের চূড়ান্ত ফলাফলের ঘোষণা না এলেও জয় নিশ্চিত করেছে রাজ্যের বিরোধী দল লেবার পার্টি। রাজ্যের মোট ৯৩টি আসনের মধ্যে ৭৭টি আসনে ভোট গণনার কাজ শেষ হয়েছে। এর মধ্যে ৪৩টি আসনেই জয় লাভ করেছে লেবার পার্টি যেখানে সরকার গঠনে ৪৭টি আসনে জয় লাভ করতে হয়। অন্যদিকে রাজ্যের সরকার দল লিবারেল পার্টি এ পর্যন্ত ২৫টি আসনে জয় পেয়েছে।

এদিকে অন্যান্য দলেরা সব মিলিয়ে ৯টি আসনে জয়ী হয়েছে। বাকি ১৬টি আসনের প্রায় ৪০ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। গুরুত্বপূর্ণ ৭টি আসনের ৫টি আসনেই নিরাপদ অবস্থানে রয়েছে লেবার পার্টি। বাকি মোট ভোটের প্রায় ৩৬.৭৫ শতাংশ ভোট রয়েছে লেবার পার্টির এবং ৩৪.৭৫ শতাংশ ভোট লিবারেল জোট দলের পক্ষে। লিবারেল পার্টির এই হারের মাধ্যমে দেশটির ফেডারেল সরকার থেকে শুরু করে মূল ভূখণ্ডে সকল ক্ষমতা হারিয়েছে সাবেক এই সরকার দল। কেবল দেশটির তাসমানিয়া দ্বীপ রাজ্যে লিবারেল জোট দলের সরকার রয়েছে।

দলের এই জয়ের মধ্য দিয়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর পদ পাচ্ছেন লেবার নেতা ক্রিস্টোফার জন মিনস ওরফে ক্রিস মিনস। এর আগে ২০১৫ সালে সংসদ নির্বাচনে রাজ্যের কোগারাহ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে নিউ সাউথ ওয়েলস রাজ্যের লেবার পার্টির ৪০তম দলীয় প্রধানের দায়িত্ব পালন করছেন।




কাওসার খান, সিডনি




Share on Facebook               Home Page             Published on: 25-Mar-2023

Coming Events:





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far