bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



অভিবাসন মন্ত্রীর পদত্যাগ দলীয় তোপের মুখে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী



কাউসার খান: আজ মঙ্গলবার হঠাৎ করেই দলীয় কোরামে প্রধানমন্ত্রীর নেতৃত্ব চ্যালেঞ্জে করে ভোট হয় সকালে। দলের কার্যালয়ে নির্দিষ্ট সদস্যরা এ ভোটে অংশগ্রহণ করেন। ক্ষমতাসীন অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল এর বিরুদ্ধে নেতৃত্ব পরিবর্তনের এ চ্যালেঞ্জ করেন দেশটির অভিবাসন মন্ত্রী পিটার ডাটন। তবে সদস্যদের দেওয়া ভোটের ভিত্তিতে টার্নবুলই জয়ী হন। চ্যালেঞ্জে হেরে গিয়ে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ নিয়েছেন পিটার ডাটন। অস্ট্রেলিয়ার বিদ্যুৎ নীতিমালা নিয়ে গত সপ্তাহ থেকেই টার্নবুলের প্রধানমন্ত্রীত্ব নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন দলের অন্যতম নেতা সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবট। তবে তিনি নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জে না করলেও বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলকে চ্যালেঞ্জে ফেলে দেন তারই অধীনস্থ মন্ত্রী পিটার ডাটন।

অস্ট্রেলিয়ার সরকার দলের প্রধান নেতাই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান। দলের নির্দিষ্ট সদস্যদের ভোটের মাধ্যমে দলের প্রধান পদটি যেকোনো সময় পরিবর্তন করতে পারেন। ২০১৫ সালে একইভাবে দলীয় চ্যালেঞ্জে জয়ী হয়ে ক্ষমতায় আসেন বর্তমান প্রধানমন্ত্রী টার্নবুল। আর এবার হঠাৎ পিটার ডাটনের করা চ্যালেঞ্জে টার্নবুলই জয়ী হন। প্রধানমন্ত্রী টার্নবুল পেয়েছেন ৪৮ ভোট আর ৩৫ ভোট পেয়ে হেরে গেছেন ডাটন। হেরে গিয়ে মন্ত্রিত্ব থেকেও ইস্তফা দেন তিনি। পার্টি-রুম থেকে বেরিয়ে ডাটন জানান তিনি টার্নবুল বিদ্বেষী নন এবং এমন কোনো ক্ষোভ থেকেও পদত্যাগ করেন নি। বলেন, ‘ভোট নেওয়ার সিদ্ধান্তের পেছনে কারণ ছিল একটাই, সামনের নির্বাচনে বিরোধী দলীয় প্রধান বিল শর্টেন যেন প্রধানমন্ত্রীত্ব না পায়’।

অভিবাসন মন্ত্রীর পদত্যাগ নিয়ে টার্নবুল বলেন, ‘আমি তাকে তাঁর পদে অব্যাহত থাকার আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু পিটার বলেন, আমাকে দলের নেতৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করার পর তিনি মনে করেন না তিনি মন্ত্রীসভায় থাকতে পারেন।’ মন্ত্রী স্কট মরিসনকে নতুন অভিবাসন মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী টার্নবুল। এ দিকে পিটার ডাটনের পদত্যাগে অনেকই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দেশটির নাগরিকত্ব গ্রহণের আবেদনকারীরা। পিটার ডাটন নাগরিকত্বের আইনসহ অন্যান্য অভিবাসন আইনে কঠোরতা জারি করেছিলেন। এ ছাড়া দেশটির সবচেয়ে জনপ্রিয় সাব-ক্লাস ৪৫৭ কর্ম-ভিসাও ডাটনের মন্ত্রিত্বের আমলেই বাতিল করে দেওয়া হয়।



কাউসার খান, অভিবাসন আইনজীবী, ইমেইলঃ kawsark@gmail.com




Share on Facebook               Home Page             Published on: 21-Aug-2018

Coming Events: