bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলঃ
বাংলাদেশিরা নিরাপদ রয়েছেন
কাউসার খান



ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস। এখনো হুমকির মুখে রয়েছে বৃহত্তর সিডনি, বৃহত্তর হানটার, ইলাওয়ারা ও শোলহেভেন অঞ্চল। তবে নিউ সাউথ ওয়েলস রাজ্যের তুলনায় কুইন্সল্যান্ডের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন আগুন নির্বাপণ কর্মকর্তারা। অন্যদিকে, দিনভর সিডনি শহরতলীর আশপাশের এলাকায় আতংক থাকলেও পরিস্থিতি অনেকটায় স্বাভাবিক ছিল। ১২টির মত বাড়ি-ঘর পুড়ে যাওয়া ছাড়া আজ কোন হতাহত বা বড় ধরণের দুর্ঘটনার খবর পাওয়া যায় নি। আজ সকাল থেকে বাংলাদেশি অধ্যুষিত কয়েকটি এলাকা ঝুঁকিপূর্ণ অঞ্চলের তালিকায় থাকলেও অস্ট্রেলিয়ায় বসবাসরত সমস্ত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন।

সর্তকতামূলক জনবহুল শহর সিডনি সহ নিউ সাউথ ওয়েলসের ৬ শতাধিক স্কুল আজ বন্ধ ছিল। বিভিন্ন এলাকায় মানুষদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ থাকায় বিপুল সংখ্যক মানুষ তাঁদের বাড়ি-ঘর ছেড়ে অন্যত্র অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিউ সাউথ ওয়েলস রাজ্য জুড়ে ৭৫টি জায়গায় এখনো আগুন জ্বলছে। ১০টির অবস্থা অতি ঝুঁকিপূর্ণ।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে কয়েক হাজার দমকল কর্মী। আজ নিউ সাউথ ওয়েলসে তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রী তবে সন্ধ্যার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমতে থাকে। তবে বাতাসের কারণে দাবানল আরও বাড়বে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। এদিকে, রাজ্যব্যাপী খোলা জায়গায় আগুন জালানোর উপর নিষেধাজ্ঞা বলবত রয়েছে। এর মাঝেই এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করার অপরাধে চার ব্যক্তিকে জরিমানা করেছে এনএসডব্লিউ পুলিশ। তাঁরা জনগণকে আগুন নিষেধাজ্ঞাকে কঠোরভাবে মেনে চলার আহবান জানিয়েছেন। রাজ্যজুড়ে এখনো জরুরি অবস্থা জারি রয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন দুর্যোগপূর্ণ এসময় সকলকে শান্ত থাকার আহবান জানান।






Share on Facebook               Home Page             Published on: 12-Nov-2019

Coming Events: