ডারউইনে বাংলাদেশী ছাত্রের মর্মান্তিক মৃত্যু
কাউসার খানঃ ঈদের দিন (২৫শে জুন ২০১৭, রবিবার) নর্দান টেরিটরির ডারউইনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী ইরফান মুন্না। তাঁর বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। ডারউইনের লিচফিল্ড পার্ক রোডে দুর্ঘটনায় মুন্না ও তাঁর ফিলিপিনো বন্ধু নিহত হন এবং আহত হন আরও সাত জন। চার্লস ডারউইন ইউনিভার্সিটির আইটির শিক্ষার্থী ছিলেন ইরফান মুন্না। ঈদের দিনটি একই সাথে ছিল মন্নার জন্মদিনও। ঈদের নামাজ শেষে উৎসব-আনন্দ করতে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হন তিনি। যাত্রাপথে বিপরীতমুখী বাসকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। দুর্ঘটনার পরপরই গাড়িতে আগুন লেগে যাওয়ায় ঘটনাস্থলেই প্রাণ হারান মুন্না ও তাঁর সহযাত্রী পাশের সিটের ফিলিপিনো বন্ধু। মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় শোকাহত ডারউইনের বাংলাদেশিরা। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে। গত দুই বছরে বেশ কয়েকজন বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
|