bangla-sydney.com News and views of Bangladeshi community in Australia |
পারিবারিক সহিংসতা (Domestic Violence) নিউ সাউথ ওয়েলস সরকার, মেট্রো এ্যাসিস্ট এবং আরো কয়েকটি সমাজ সেবা মূলক সংগঠনের উদ্যোগে গতকাল (১১ নভেম্বর ২০১৬) ল্যাকেম্বার সিনিয়ার সিটিজেন সেন্টারে পারিবারিক সহিংসতা (Domestic Violence) বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যারা পারিবারিক সহিংসতার শিকার হচ্ছেন তাদের করনিয় কি সে সব তথ্য সম্বলিত একটি স্বল্প-দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র, "শুধু হাত বাড়ালেই হয়", প্রথম বারের মত জন-সম্মুখে প্রদর্শন করা হয়। মৌসুমি মার্টিন, মির সাদিক হোসেন, ডা. প্রশান্ত মল্লিক ও জান্নাত অভিনীত সমাজ সচেতনতা মূলক চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জিয়া আহমেদ। Contents may cause distress to some viewers. If you feel distressed after watching this video, please call lifeline on: 13 11 14 ![]() ![]() ![]() ![]() |
![]() |