bangla-sydney













জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫ উদযাপিত
সাবিরা রীমা



গত ১১ জানুয়ারি সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে Jahangirnagar University Alamnai Association Australia’র উদ্যোগে সাবেক শিক্ষার্থীরা সমবেত হয়েছিলেন “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫” উদযাপন করতে। এ বিষয়ে জানতে চাইলে অংশগ্রহণকারীদের একজন বলেন, ‘দারুণ! সবার উচ্ছ্বাস দেখে প্রায় বিশ্বাসই করে ফেলতে ইচ্ছে করছিল যে, এক লিটার সময়ের ভেতরে একমুঠো আড্ডা আর এক চিমটি স্মৃতিচারণ মিশিয়ে নিলেই টাইম ট্র্যাভেল সম্ভব!’

নাহ্! কোন ব্যানার ছিল না। পুরো ব্যাপারটিতেই ছিল একটি সার্বজনীন আবহ।‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস ২০২৫’ লেখা দুটি ইয়া জাম্বো সাইজের কেকের পেছনে ছিল কেবল ৬ থেকে ৪৭ আবর্তনের একদল স্বতঃস্ফূর্ত তরুণ তরুণী। যুক্ত হওয়ার জন্য সকল এলামনাইদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন JUAAA’ এর সংগঠকেরা।



সাবিরা রীমা, সিডনী





Share on Facebook               Home Page             Published on: 13-Jan-2025

Coming Events: