bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













সিডনিতে জাবিয়ানদের সম্মেলন
সাবিরা রীমা



জাবিয়ানদের মধ্যে এক জনপ্রিয় শ্লোগান হচ্ছে, “যেখানেই যাবা জাবিয়ান পাবা”। প্রবাসীদের জীবনকে যদি আমরা একেকটি নি:সঙ্গ দ্বীপের সাথে তুলনা করি তবে ‘জাহাঙ্গীরনগর’ নামটি নি:সন্দেহে প্রবাসী জাবিয়ানদের মালার মত জুড়ে রেখেছে। যার আহ্বানে আমরা আজও আলোড়িত হই, গ্রন্থিত হই, বুঁদ হয়ে যাই আড্ডায়। শুধু সিডনিতেই আমরা প্রায় পাঁচ শতাধিক এলামনি, অন্যান্য শহর যোগ করলে সংখ্যাটি আরও বেশী। ক্রমশ আমাদের কলেবর বৃদ্ধি পাচ্ছে। বাড়ছে কাজের পরিধিও। আর এই পরিবর্তিত পরিস্থিতিকে আমলে নিয়েই আড্ডার অনানুষ্ঠানিক ঘেরাটোপ থেকে বেরিয়ে এসে স্থানীয় আইন অনুযায়ী নিবন্ধিত হয়েছে ‘Jahangirnagar University Alumni Association Australia’।

গত রবিবার, ২৩ জুন ২০২৪ সিডনির প্লাম্পটন নেইবারহুড কনভেনশন সেন্টারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের প্রথম বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। সভা শেষে, নির্বাচন কমিশনার মিসেস খালেদা কায়সার মিনি নির্বাচিত কর্মকর্তাদের নাম ঘোষণা করেন:

সভাপতি:তাহমিনা মালিক রহমান বীনা
সহ-সভাপতি:লামিয়া আহমেদ লুনিয়া
সাধারণ সম্পাদক:রাশিদুল মোবাশ্বের মিকন
যুগ্ম সাধারণ সম্পাদক:সাবিরা রহমান রীমা
কোষাধ্যক্ষ:সানদিদ বিন একলিম
সাংস্কৃতিক সম্পাদক:উমাশংকর বড়ুয়া
ক্রীড়া সম্পাদক:শফিকুল হায়দার চৌধুরী
কার্যকরী সদস্য:মতিয়া পারভীন, মো: নূর-এ-জাননাত নাইম, মো: হাসান শাহ রিপন, নিগার সুলতানা, তৌহিদ হাসান ও আনোয়ার সাদাত মনি।


সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক এই নতুন নির্বাচিত কমিটি আগামী দুবছর কার্যক্রম পরিচালনা করবে।



সাবিরা রীমা, সিডনী




Share on Facebook               Home Page             Published on: 2-Jul-2024

Coming Events: