bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়
প্রাক্তন শিক্ষার্থীদের "পূণর্মিলনী ২০১৪"




জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের "পূণর্মিলনী ২০১৪" আয়োজন উদ্দেশ্যে গত ১৭ই আগস্ট ২০১৪ মাহফুজুল হক চৌধুরী খসরু এর বাস ভবনে প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয় । সভায় যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে তাহমিনা রহমান বিনা, বেবী, খালেদা কায়সার, নিয়ামুল হক শরিফ রিপন, সুরাইয়া মাহমুদ রুমানা ও মাহফুজুল হক চৌধুরী খসরু অন্যতম।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে "পূণর্মিলনী ২০১৪" নভেম্বর মাসে ভেন্যু পাওয়া সাপেক্ষে শীঘ্রই স্থান ও তারিখ জানানো হবে এবং চাঁদার হার হবে একক : ২৫ ডলার, যুগল : ৪০ ডলার এবং পরিবার : ৫০ ডলার। পূণর্মিলনী ২০১৪ সাফল্যমণ্ডিত করার লক্ষে অস্ট্রেলিয়া বসবাসরত জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থীকে অংশগ্রহন ও তাদের মতামত জানানোর জন্যে বিশেষভাবে অনুরোধ করা হলো।

প্রস্তুতি কমিটির আগামী সভা রোববার ২৮শে সেপ্টেম্বর ২০১৪ তারিখে বিকেল ৪টায় মিসেস খালেদা কায়সার এর বাস ভবনে (5/13-15 Atchison Road, Macquarie Fields 2564) অনুষ্ঠিত হবে। সভায় প্রস্তুতি কমিটির সদস্যবৃন্দ এবং উপস্থিতির বিষয়টি পূর্বাহ্নে নিশ্চিত করা সাপেক্ষে আগ্রহী প্রাক্তন শিক্ষার্থীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

নিবন্ধনের জন্যে স্বত্বর যোগাযোগ করুন:

১) তাহমিনা রহমান বিনা (১৯তম) ০৪৩৩ ২২৬ ৭৩৬
২) খালেদা কায়সার (৮ম)০৪৩৩ ২৫১ ১১২
৩) মাহফুজুল হক চৌধুরী খসরু (১৩তম)০৪১৯ ৪২৬ ৯১৮
৪) রাশেদুল মোবারক মিকন (২১তম)০৪২৩ ৩৭৬ ৬১৭
৫) সামিনা ইয়াসমিন বেবী (১৩তম)০৪২১ ০৭৯ ৩০৭
৬) শওকত আরা হোসেন বিথী (২০তম)০৪০৬ ৬১৫ ৫৯৬
৭) সুরাইয়া মাহমুদ রুমানা (১৫তম)০৪২৫ ৮৯৭ ৬৪৪
৮) লুৎফুল কবির (১৫তম)০৪১১ ৬৫২ ৬৫০
৯) রাজন নন্দী (২৩তম)০৪২৬ ৫০২ ২৪৭
১০) নিয়ামুল হক শরিফ রিপন (১৪তম)০৪১২ ১১৪ ৭০১
১১) মোস্তাক এম খান০৪১৬ ২৬২ ৮৯১
১২) রাফেল (১৫তম)০৪৩৩ ৯১৭ ৮৫৮
১৩) শাহীন শাহনেওয়াজ (৮ম)০৪১২ ৩৬৬ ০৯৩
১৪) সোহেল (ক্যানবেরা) ০৪০১ ২০৫ ৭২৪
১৫) জুলফিকার আলী আহমেদ রিপন০৪২৫ ৪০৫ ৭৩০






Share on Facebook               Home Page             Published on: 1-Sep-2014

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far