bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



ব্লাকটাউন আর্ট সেন্টারে বাংলাদেশের রাষ্ট্রদূত


আনিসুর রহমানঃ গত ২২ শে অক্টোবর ২০১৫ থেকে সিডনির পশ্চিমাঞ্চলীয় সাবার্ব ব্লাকটাউনের আর্ট সেন্টারে শুরু হয়েছে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী প্রফেসর রোকেয়া সুলতানা'র চিত্র প্রদর্শনী। আজ শুক্রবার দুপুরে, অস্ট্রেলিয়ায় বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন এই প্রদর্শনী দেখতে আসেন। তাকে অভ্যর্থনা জানান আর্ট সেন্টারের কোঅরডিনেটর মিগুয়েল ওলমো এবং মনির রওশন। শিল্পী রোকেয়া সুলতানাও আর্ট সেন্টারে স্বামী ওমর খালিদ রুমি সহ উপস্থিত ছিলেন। তিনি ঘুরে ঘুরে রাষ্ট্রদূতকে তার নিজের এবং অন্য দুজন সহ শিল্পী, মেহউইশ ইকবাল (পাকিস্তান) ও নিগেন চাহুদ (ইরান) এর ছবিগুলি দেখান। তারা ছবিগুলির সৌন্দর্য, অংকন বা নির্মাণ কৌশল এবং তাৎপর্য নিয়ে দীর্ঘক্ষণ আলাপ করেন। রাষ্ট্রদূত প্রবাসে তার চিত্রকর্মের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য রোকেয়া সুলতানাকে অভিনন্দন জানান।

প্রদর্শনীটি আগামী ১৪ই নভেম্বর পর্যন্ত সর্ব সাধারণের জন্য উন্মুক্ত থাকবে। ব্লাকটাউন আর্ট সেন্টারের ঠিকানা: 78 Flushcombe Rd, Blacktown. সেন্টারটি রবি এবং সোমবার ছাড়া অন্যান্য দিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকে।

প্রদর্শনীর পর ব্লাকটাউন আর্ট সেন্টার রাষ্ট্রদূতকে একটি স্থানীয় রেস্তরায় মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করে।








Share on Facebook               Home Page             Published on: 6-Nov-2015

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot