bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


মা'র হাসি হায়াত মাহমুদ


আমার মা'র মধুর হাসি -
যার তুলনা নাই,
আকাশের চাঁদ-তারা সব-
মহাখুশী তাই।

সকাল বেলায় আঙ্গিনায়-
যখন মিষ্টি রোদ হ্য়,
আমার মা'র মধুর হাসি-
ডেকে ডেকে কয়।

চাঁদের কণা খোকন সোনা-
আমার বুকেই থেকো,
বড় হয়ে তোমার মা'কে-
তোমার সেবায় রেখো।

মাতৃস্নেহ মায়ের দোয়া -
যখন সাথে রবে,
চলার পথ সহজ হবে-
অনেক বড় হবে।




ছবি - যামিনী রায় (National Gallery of Modern Art, New Delhi)






Share on Facebook               Home Page             Published on: 6-May-2014

Coming Events: