bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস আয়োজিত
সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশভোজ


হ্যাপি রহমান: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ষ্টেট এ বসবাসকারী বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গত ৩০ শে এপ্রিল শনিবার সন্ধ্যা ৬টায় সিডনিতে অনুষ্ঠিত হয়েছে এই সংগঠনটির এক জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক নৈশভোজ । শহরের ওয়েন্টঅর্থভিল সাবারবের রেডগাম সেন্টারে আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানটির।

কর্ম-ব্যস্ততার অবসরে বাংলাদেশী চিকিৎসকদের এ মিলন-মেলা সিডনি শহরে বসবাসরত প্রবাসী বাঙালিদের অফুরন্ত আনন্দ এনে দিয়েছিল। এই দিন তারা মেতেছিল উৎসবের আমেজে। এই মিলন মেলা ছিল নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে দৃঢ়তর করার। গল্প-আড্ডাতে মুহূর্তেই মুখরিত হয়ে উঠেছিল প্রাণের মিলন মেলায়। সবার সহযোগিতায় এই মিলন-মেলা আক্ষরিক অর্থেই পরিণত হয়েছিল প্রবাসের মাটিতে এক টুকরো বাংলাদেশে। শুধু তাই নয়, নিউ সাউথ ওয়েলস এ বসবাসকারী বাংলাদেশী চিকিৎসকগণ প্রায় প্রত্যেকে, তাদের নিজ নিজ ভূমিকায় বিভিন্ন ভাবে দেশের চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখছেন এই সুদূর প্রবাসে থেকেও । আনুমানিক প্রায় চারশো জন বাংলাদেশি চিকিৎসক বসবাস করছেন নিউ সাউথ ওয়েলস এ । উক্ত সংগঠনটির সদস্য সংখ্যা ২৫০ জনেরও বেশি ।

সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক ডা. সাব্বির সিদ্দিক শুভেচ্ছা বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। নৈশভোজের পর শুরু হয় মূল সাংস্কৃতিক অনুষ্ঠান। ডাঃ সিমিন শামিম ও ডাঃ ফাহাদ আল ইসলামের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে। সাংস্কৃতিক অনুষ্ঠানটি দু’টি পর্বে সাজানো হয়েছিল। প্রথম পর্বে ছিল এ্যাসোসিয়েশনের নিজস্ব শিল্পীবৃন্দের নাচ ও গান। দ্বিতীয় পর্বে অনুষ্ঠানের মূল আকর্ষণ বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপার একক সঙ্গীতানুষ্ঠান। প্রবাসের কর্ম-ব্যস্ততায় স্বস্তির নিঃশ্বাস ফেলে নেচে-গেয়ে সঙ্গীতানুষ্ঠানটি উপভোগ করল কয়েকশ সিডনি-প্রবাসী বাংলাদেশি দর্শক! অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনক চাঁপার সুযোগ্য স্বামী বাংলাদেশের বিশিষ্ট সুরকার ও গীতিকার মইনুল ইসলাম খান। সম্মান আর শ্রদ্ধা জানিয়ে ডাঃ সাব্বির সিদ্দিক তাদের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন উপস্থিত দর্শকদের কাছে।

প্রসঙ্গত, অস্ট্রেলিয়ায় শিল্পী কনক চাঁপার একক সঙ্গীতানুষ্ঠান ‘আবার এসেছি ফিরে’ শীর্ষক নামকরণে আয়োজন করা হয়েছে । সিডনি ছাড়া ও তিনি ১লা মে রবিবার নিউক্যাসেল বাংলাদেশী কমিউনিটি ইনক (এনবিসি), ৭ই মে শনিবার বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অফ সাউথ অস্ট্রেলিয়া এবং ৮ই মে রবিবার সুর-ছন্দ, মেলবোর্ন আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে গান করবেন।

অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানিয়েছে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ডা. রফিকুর রহমান বাবুল এবং সাধারণ সম্পাদক ডা. রশিদ আহমেদ। অনুষ্ঠান শেষে অতিথি শিল্পীদের হাতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।

সভাপতি ডা. রফিকুর রহমান বাবুল জানান, দুর্যোগ প্রবণ দেশ হিসেবে বাংলাদেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, নদী ভাঙন, অগ্নিকাণ্ড ও ভূমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয়। বিভিন্ন সময়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে তাদের আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে। এটি একটি অলাভজনক প্রতিষ্ঠান। ঢাকা আহসানিয়া মিশনের উদ্যোগে নির্মীয়মাণ ক্যানসার হাসপাতাল (আহসানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল) এবং পাঁচ বছর আগে আইলা বিধ্বস্ত জনপদসহ সাম্প্রতিক রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পঙ্গু মানুষের সাহায্যার্থে সিআরপিকে সাহায্য সহযোগিতা করেছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস। সর্বশেষ নেপালের শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সংগঠনটি ত্রাণ তহবিলে অর্থ দান করে। সাধারণ সম্পাদক ডা. রশিদ আহমেদ বলেন প্রবাসে পেশাগত নানা ব্যস্ততা থাকলেও দেশের জন্য কিছু করার মানসিক তাগিদ থেকে আমরা প্রতি বছর বিভিন্ন আয়োজন করে থাকি। বার্ষিক নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা, সায়েন্টিফিক মিটিং ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক সাধারণ সভায় নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আমরা পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করে থাকি।

সাধারণ সম্পাদক ডা. রশিদ আহমেদ বলেন প্রবাসে পেশাগত নানা ব্যস্ততা থাকলেও দেশের জন্য কিছু করার মানসিক তাগিদ থেকে আমরা প্রতি বছর বিভিন্ন আয়োজন করে থাকি। বার্ষিক নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা, সায়েন্টিফিক মিটিং ও বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। বার্ষিক সাধারণ সভাতে নিজ নিজ কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আমরা পরস্পরের সঙ্গে আলাপ আলোচনা করে থাকি। এতে নিজেদের দক্ষতা বৃদ্ধি, যোগাযোগ ও তথ্য বিনিময়ে সহায়ক হয়। বাংলাদেশ থেকে প্রতি বছর উচ্চশিক্ষার্থে ও অভিবাসন ভিসা নিয়ে অনেক চিকিৎসক অস্ট্রেলিয়া আসছেন। কর্মক্ষেত্রে নিজেকে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে তোলার জন্য আমরা একে অপরকে পরামর্শ সাহায্য সহযোগিতা করে থাকি। বাংলাদেশ থেকে আসা চিকিৎসকেরা অস্ট্রেলিয়া সরকার অনুমোদিত মেডিকেল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর স্থানীয়ভাবে জিপি (জেনারেল প্র্যাকটিশনার) হিসেবে কর্মক্ষেত্রে যোগদান করতে পারেন। আত্মীয়স্বজন ছেড়ে এসে প্রবাসের ব্যয়বহুল জীবিকা নির্বাহের জন্য চাকরি পাশাপাশি উচ্চহারের মেডিকেল সার্টিফিকেট পরীক্ষার ফি সংগ্রহের জন্য অনেকে দিশেহারা হয়ে যান। তাদের জন্য এ প্রতিষ্ঠান থেকে সুদহীন ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নৈশভোজ ও বনভোজনে এখানে বসবাসকারী সকল প্রবাসী বাংলাদেশি চিকিৎসক, তাদের পরিবার ও বন্ধু–বান্ধবরা যোগ দেন। তাঁদের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।

সংগঠনটির কার্যকরী কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি ডা. মতিউর রহমান, ডা. শফিকুর রহমান ও ডা. শায়লা ইসলাম। যুগ্ম সম্পাদক ডা. মইনুল ইসলাম ও ডা. কাজী শাহরিয়ার রানা, কোষাধ্যক্ষ ডা. জেসমিন শফিক, সাংগঠনিক সম্পাদক ডা. শামসুল আলম বাবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. খালেদুর রহমান, শিক্ষা সম্পাদক ডা. নাজমুন নাহার। কার্যকরী সদস্য; ডা. জেসি চৌধুরী, ডা. আয়াজ চৌধুরী, ডা. শরীফ উল্লাহ, ডা. রেজা আলী, ডা. আমীন মুতাসিম, ডা. ফাইজুর রেজা ইমন, ডা. কামাল আহমেদ, ডা. জান্নাতুল নাইম, ডা. মামুন চৌধুরী, ডা. মিরজাহান মিয়া, ডা. মেহেদী ফারহান ও ডা. জাকির হুসাইন পারভেজ। সহযোগী সদস্য; ডা. নুরুল ইসলাম, ডা. ইফতেকার জোহা ও ডা. শফিকুল বারী চৌধুরী।




বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস সংগঠনটির কার্য-নির্বাহী কমিটির সদস্যবৃন্দ



হ্যাপি রহমান, সিডনি




Share on Facebook               Home Page             Published on: 8-May-2016

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot