লেখা - আমার পিতা কর্নেল (অবঃ) শওকত আলী লেখক - ফিরোজ শওকত আলী
মন্তব্য:
ধন্যবাদ ফিরোজ শওকত আলীকে, একটা সুখপাঠ্য স্মৃতি কাহিনী উপহার দেবার জন্য। ফিরোজের মাধ্যমে শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অবঃ) শওকত আলীকে নতুন করে জানলাম। পরলোকগত পিতাকে শেষ দেখার অপারগতার শোক কে শক্তিতে রূপান্তরিত করে ফিরোজ যে মূল্যাবান লেখা উপহার দিয়েছেন, পিতার প্রতি এর চেয়ে বড় শ্রদ্ধার্ঘ আর কি হতে পারে?
আহমেদ সাবের, সিডনি
|