bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হলো ১৯তম একুশে বই মেলা!


১৯শে ফেব্রুয়ারি ২০১৭, একুশে একাডেমি অস্ট্রেলিয়ার উদ্যোগে, সিডনির এ্যাশফিল্ড পার্কে অনুষ্ঠিত হলো ১৯তম একুশে বই মেলা।
প্রভাত ফেরী, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পন, রক্ত দান কর্মসূচী, বইয়ের স্টল আর সারাদিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিপূর্ণ একুশের চেতনায় প্রতি বছর অনুষ্ঠিত হয় এই মেলা।

মাতৃভাষার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাজপথ রঞ্জিত হয়েছিল সালাম, রফিক, জব্বার, বরকতের রক্তে। সেই রক্ত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের হাত ধরে একদিন পৃথিবীর প্রতিটি মানুষকে নিজ নিজ মাতৃভাষা রক্ষায় সচেতন করে তুলবে।

বিশেষজ্ঞদের মতে বর্তমান বিশ্বে প্রচলিত ৭০০০ ভাষার অর্ধেক ভাষা কোন পদক্ষেপ গ্রহণ না করলে এই শতকের মধ্যেই বিলুপ্ত হবে!










































































































Share on Facebook               Home Page             Published on: 19-Feb-2017

Coming Events: