bangla-sydney












এখন করবোটা কি? (৯) - ২৫ সেপ্টেম্বর ২০২১ - রাত ৮ঃ৩০ মিনিটে প্রচারিত


প্রতিদিন ভ্যাকসিন নেয়া মানুষের হার বাড়ছে। নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে শুক্রবার পর্যন্ত প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৮৪.৭% এবং দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৫৭.৮% মানুষ কিন্তু তা সত্ত্বেও গত পাঁচ-ছয় দিন ধরে প্রতিদিনের নতুন আক্রান্ত মানুষের সংখ্যা কার্যত অপরিবর্তিত রয়েছে! এসব নিয়েই কথা বলবেন সমাজকর্মী মৌসুমী মার্টিন। তাকে সঙ্গ দেবেন কোভিড কন্টাক্ট ট্রেসার আফসানা রুচি, জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মমতাজ রাফি এবং পরিবেশ বিজ্ঞানী পলাশ বসাক।




Share on Facebook               Home Page             Published on: 26-Sep-2021

Coming Events: