একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র পুনর্মিলনী ২০২৫ অনুষ্ঠিত
 প্রেস রিলিজ: গত ২৯ জুন ২০২৫ স্থানীয় সময় দুপুর ২টায় সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে একুশে একাডেমী অস্ট্রেলিয়া কর্তৃক অনুষ্ঠিত হল বইমেলা ২০২৫ উত্তর এক পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানে আগত অতিথিগণের মধ্যাহ্ন ভোজন ও কেক কাটার পর সংগঠনের সভাপতি ডঃ সুলতান মাহমুদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজুর সঞ্চালনায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অতঃপর বিগত বইমেলার আলোকে আগামী বছরগুলোতে কি কি করলে বইমেলার আকর্ষণ আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে অভ্যাগত অতিথিগণ মুক্ত আলোচনায় অংশ নেন। উপস্থিত অভ্যাগতগণের মধ্যে থেকে বক্তব্য রাখেন সর্ব জনাব শেখ শামিমুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, গামা আব্দুল কাদের, অজয় দাস গুপ্ত, সফিকুল ইসলাম, ডঃ নাজমুন নাহার, ইসহাক হাফিয, আনিসুর রহমান, ডঃ সিরাজুল হক ও সরকার কবিরুদ্দিন প্রমুখ। সব বক্তাই একুশে একাডেমীর দীর্ঘ পথ পরিক্রমায় এর কীর্তির কথা সম্মানের সহিত স্মরণ করেন এবং আগামী বছরগুলোতে বইমেলার কর্ম কৌশলের বিষয়ে পরামর্শ দেন।
 আলোচনা শেষে সাংস্কৃতিক সম্পাদক আশিক সুজনের পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোগ্রাহী সাংস্কৃতিক অনুষ্ঠান।

|