একুশে একাডেমী অস্ট্রেলিয়া’র সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত
প্রেস রিলিজঃ গত ৩১ আগস্ট ২০২৫ স্থানীয় সময় দুপুর ১টায় সিডনির এ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে একুশে একাডেমী অস্ট্রেলিয়া ইনক’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডঃ সুলতান মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু।

বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত পরিবেশন এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সভা শুরু করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধায় এবং স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়াও বিগত বছরে যারা প্রয়াত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব উপস্থাপন করা হয় । অতঃপর সংগঠনের সদস্যদের উদ্দেশে বিগত বছরের সাধারণ সভার কার্য বিবরণী, সাধারণ সম্পাদকের প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় উপস্থিত সদস্যদের প্রাণবন্ত আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে উপস্থাপিত প্রতিবেদনসমুহ গৃহীত হয়েছে। সবশেষে সভাপতি ডঃ সুলতান মাহমুদ তার সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। এরপর একুশে একাডেমী অস্ট্রেলিয়ার নিজস্ব সাংস্কৃতিক দল ‘অভিযাত্রী’র মনোমুগ্ধকর পরিবেশনা সবাই উপভোগ করেন।

|