bangla-sydney













গম্ভীরা বাংলার লোকসঙ্গীতের অন্যতম একটি ধারা। বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ও পশ্চিমবঙ্গের মালদহ অঞ্চলে গম্ভীরার প্রচলন রয়েছে। গম্ভীরা দলবদ্ধভাবে গাওয়া হয়। এটি বর্ণনামূলক গান। চাঁপাইনবাবগঞ্জ জেলা অঞ্চলের গম্ভীরার মুখ্য চরিত্রে নানা-নাতি খুব জনপ্রিয়। চাঁপাইনবাবগঞ্জের কুতুবুল আলম ও তার সঙ্গী নাতি হিসেবে রকিবউদ্দীন সারা দেশে গম্ভীরাকে জনপ্রিয় করে তোলেন।





Share on Facebook               Home Page             Published on: 25-Feb-2012

Coming Events: