
প্রিয় অ্যালামনাই,
শুভেচ্ছা জানবেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া আগামী ১০ই মে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা, উদযাপন করতে যাচ্ছে “Dhaka University Night - Grand Reunion 2025”. আমরা এবার একটু বড় পরিসরে এবং বড় আয়োজনে এটা করার পরিকল্পনা নিয়েছি। সেই জন্য গতানুগতিকতার বাইরে যেয়ে “Grand Royale” নামে চমৎকার একটি হলে অনুষ্ঠানটি করছি। যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে পরিবেশিত হবে “Delicious 3-Course Dinner”. মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক দল, অস্ট্রেলিয়া-র পরিবেশনায় থাকছে সরোদ, নাচ, গান ও কবিতা । বিশেষ আকর্ষন থাকবে, ভিসা প্রাপ্তি সাপেক্ষে বাংলাদেশ থেকে আগত দুজন জনপ্রিয় কন্ঠশিল্পীর অংশগ্রহণ, ভিসা পেলে তাদের নাম জানানো হবে।
দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রকাশিত হবে একটি স্মরণিকা। এছাড়াও আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় ক্রেস্ট ও নেম কার্ড। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ছিল ২০শে এপ্রিল, ২০২৫। আমরা অত্যান্ত আনন্দের সাথে জানাচ্ছি যে এর মধ্যে আমাদের সকল টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করছেন টিকিটের জন্য, কিন্তু হলের ধারণ ক্ষমতা পূর্ণ হয়ে যাওয়ায় তা দিতে পারছিনা বলে দুঃখিত। আপনাদের কাছ থেকে অভুতপুর্ব সাড়া পেয়ে আমরা অনুপ্রাণিত ও উদ্দীপ্ত। এটা এই সংগঠনের প্রতি আপনাদের ভালোবাসা ও মমত্ববোধেরই পরিচায়ক। আমরা যারা প্রিয় শিক্ষাঙ্গন ঢাকা বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি, যারা জীবনের উজ্জ্বল সময়টুকু কাটিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে। যাদের মনে পড়ে ফেলে আসা সেই দিনগুলোর কথা, মনে পড়ে সেই প্রিয় মুখগুলোর কথা, যারা নস্টালজিয়াতে ভোগি – আমরা সবাই মিলিত হচ্ছি ১০ই মে গ্রানভিলের গ্র্যান্ড রয়েলে।
আসুন পরিবার পরিজন নিয়ে এই দিনটিতে আবার ফিরে যাই তারুণ্য আর উচ্ছলতায় ভরা নানান রঙের সেই দিনগুলোতে।
খুব শীঘ্রই দেখা হচ্ছে পুনর্মিলনীতে।
সবাই ভালো থাকবেন। সবার মঙ্গল কামনা করি।
কামরুল মান্নান আকাশ সভাপতি | | লিংকন শফিকউল্লাহ সাধারণ সম্পাদক |
|