bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার
বিজয় দিবস ২০২৪ উদযাপন


গত ৮ই ডিসেম্বর, রবিবার ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া ৫৩ তম বিজয় দিবস উদযাপন করে সিডনির ব্ল্যাকটাউন হে লেবাট স্পোর্টস স্টেডিয়ামে। ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় আসে, এই মাসের ১৬ ডিসেম্বর। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। নিজের ভূখণ্ড, আত্মপরিচয় আর সবুজের বুকে লাল সূর্য-খচিত নিজস্ব জাতীয় পতাকা হয়ে ওঠে সার্বভৌমত্বের প্রতীক। এলামনাই পরিবারের সদস্যদের লাল-সবুজ পোশাক আর বাংলাদেশের পতাকার সমাহার দেখে মনে হয়েছিল এ যেন বিদেশের মাটিতে এক খণ্ড বাংলাদেশ।

দিনের মধ্যাহ্নের পরপর সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ ও কার্যকরী কমিটির সদস্য জাহিদ মাহমুদ উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের সূচনা করেন এবং কর্মসূচি জানিয়ে দেন। সমবেত কণ্ঠে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। একনলেজম্যান্ট অব ল্যান্ড পাঠ করে স্পর্শ।

সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে এক মিনিট নীরবতা পালনের জন্য সকলকে আহবান জানান। পরবর্তীতে তিনি মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত করার জন্য অক্লান্ত পরিশ্রম ও অনুষ্ঠানের যাবতীয় ব্যয়ভার বহন করার জন্য কার্যকরী কমিটির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পোর্ট গ্রাউন্ডের ভেন্যুটি বরাদ্দ করার জন্য ব্ল্যাকটাউন ওয়ার্কার্স সিনিয়র ক্রিকেট ক্লাবের সভাপতি অর্জুন সিং এবং সহ -সভাপতি সাজিদ মান্নান প্রত্যয়কে। সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ প্রধান পৃষ্ঠপোষক ক্যাম্বেলটাউন ফার্মেসীর আহসানুল হক হাদী, এ এন জেড ব্যাঙ্কের জাহিদ মাহমুদ, কমনওয়েলথ ব্যাঙ্কের বিশ্বজিৎ চক্রবর্তীকে ও সিডনী বুটিকের সেলিমা বেগমকে ধন্যবাদ জানান।




সাংস্কৃতিক পর্বের পরিকল্পনায় ছিলেন সাংস্কৃতিক সম্পাদক নুসরাত হুদা কান্তা। কণ্ঠ শিল্পী তামিমা, আনিস, নতুন প্রজন্মের শিল্পী নাবিলা, মোকাররেম, আজিজুন্নাহার এর সাথে সকল এলামনাইরা কোরাসে অংশ নেন। আবৃত্তি করেন নুসরাত স্মৃতি ও একক সংগীত পরিবেশন করে তরুণ প্রজন্মের শিল্পী নাবিলা । তবলায় সহায়তা করেন সাকিনা আক্তার। সাংস্কৃতিক পর্বের পরে উপস্থিত সকল এলামনাই এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে এক বর্ণাঢ্য র্যা লিতে অংশ নিয়ে মাঠ প্রদক্ষিণ করে।


মধ্যাহ্ন ভোজের পরে এলামনাই পরিবারের সদস্যদের নিয়ে বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ শুরু হয়। বিশ্বজিতের পরিচালনায় লাল ও সবুজ দল ক্রিকেট ম্যাচে অংশ নেয়। তীব্র প্রতিযোগিতা ও তুমুল উত্তেজনার মধ্য দিয়ে ম্যাচ শেষ হয়। পরে ম্যাচের বিজয়ী ও রানারআপ দু’দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন কার্যকরী কমিটির সদস্যরা।


অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক রফিক উদ্দিন এবং তাকে সহায়তা করেন খাইরুল চৌধুরী, মোঃ হালিমুস্সান, সেলিম মমতাজ, জাহিদ মাহমুদ, নার্গিস বানু, তানিয়া ফারজানা, সেলিমা বেগম, নুসরাত স্মৃতি সহ অনেকেই। আলোকচিত্রে ছিলনে এলামনাই আবু তারিক।

অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য এবং সার্বিক সহায়তা করা জন্য সবাইকে ধন্যবাদ জানান সাধারণ সম্পাদক লিংকন শফিকউল্লাহ। সর্বশেষে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দিয়ে অনুষ্ঠানের সমাপনী টানেন সংগঠনের সভাপতি কামরুল মান্নান আকাশ।


- প্রেস রিলিজ, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া






Share on Facebook               Home Page             Published on: 11-Dec-2024

Coming Events: