দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন সিডনির আয়োজনে ধুমধাম করে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা
 প্রেস বিজ্ঞপ্তীঃ গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সিডনির “সেইন্ট মেরি’স মেমোরিয়াল হল”-এ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হলো “দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন”-এর উদ্যোগে। শরতের মেঘ, রোদ আর কাশফুলের আবহে শুক্রবার দেবীর অকালবোধনের মধ্য দিয়ে শুরু হয় পূজা উদযাপন। প্রতিমা সাজসজ্জা ও বোধন-পুঁজকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজ আনন্দ-উৎসাহে ভরে ওঠে।
শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথম পর্ব। দুপুরের পর শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল ছবি আঁকা ও খেলাধুলার প্রতিযোগিতা, যেখানে ছোট্টরা ঢাকের তালে নাচে আর আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন সদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করে সকলকে মুগ্ধ করে তোলে।

সন্ধ্যায় আরতিতে ঢাকের গানে মুখরিত হল প্রাঙ্গণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বড়দের অংশ, যেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয় মাতৃ-স্মরণ ও ভক্তির আবেগ।
রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলন-মেলা। প্রতিদিনের দুপুর সন্ধ্যা আর রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তুলেছিল। তিন দিনের মহোৎসব শেষে এলো বিদায়ের ক্ষণ। দেবীকে বিদায় জানিয়ে সবার কণ্ঠেই এক সুর—“আসছে বছর আবার হবে।”

|