bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন সিডনির আয়োজনে ধুমধাম করে অনুষ্ঠিত হলো শারদীয় দুর্গাপূজা



প্রেস বিজ্ঞপ্তীঃ গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সিডনির “সেইন্ট মেরি’স মেমোরিয়াল হল”-এ সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হলো “দর্পণ কালচারাল এন্ড রিলিজিয়াস এসোসিয়েশন”-এর উদ্যোগে। শরতের মেঘ, রোদ আর কাশফুলের আবহে শুক্রবার দেবীর অকালবোধনের মধ্য দিয়ে শুরু হয় পূজা উদযাপন। প্রতিমা সাজসজ্জা ও বোধন-পুঁজকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজ আনন্দ-উৎসাহে ভরে ওঠে।

শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথম পর্ব। দুপুরের পর শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল ছবি আঁকা ও খেলাধুলার প্রতিযোগিতা, যেখানে ছোট্টরা ঢাকের তালে নাচে আর আনন্দে মেতে ওঠে। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন সদস্যরা গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা করে সকলকে মুগ্ধ করে তোলে।



সন্ধ্যায় আরতিতে ঢাকের গানে মুখরিত হল প্রাঙ্গণ। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের বড়দের অংশ, যেখানে নাচ, গান ও আবৃত্তি পরিবেশনায় মুখরিত হয় মাতৃ-স্মরণ ও ভক্তির আবেগ।

রবিবার দশমীতে ছিল বিশেষ আয়োজন—অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলন-মেলা। প্রতিদিনের দুপুর সন্ধ্যা আর রাতের প্রসাদ বিতরণ উৎসবকে আরও স্নিগ্ধ ও পরিপূর্ণ করে তুলেছিল। তিন দিনের মহোৎসব শেষে এলো বিদায়ের ক্ষণ। দেবীকে বিদায় জানিয়ে সবার কণ্ঠেই এক সুর—“আসছে বছর আবার হবে।”











Share on Facebook               Home Page             Published on: 18-Oct-2025

Coming Events:
Bangladesh Australia Disaster Relief Committee AGM 2025
26 Oct 2025, 65 Spurway St, Ermington