bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


তুই ফুটবি কবে বল
দিলরুবা শাহানা


অপেক্ষা দীর্ঘ ছিল। তবে অধৈর্য হইনি। আমার ফিংগার গ্রীন নয় (যে হাতে সহজে গাছ লতা জন্মায়য়, ফলফুল ধরে তাকে ইংরেজীতে ‘গ্রীন ফিংগার’ নামে অভিহিত করা হয় অর্থাৎ বাগান তৈরীতে যে হাত পয়মন্ত) বোধহয় তাই আমার ক্ষেত্রে ধৈর্য আরও বেশী দরকার পড়লো।

বই খুলতেই পাতাটা পড়লো; চার বছর আগে বুকমার্ক হয়ে দেশান্তরে চলে এসেছিলো পাতাটি। সযত্নে গ্লাসের পানিতে অর্ধেক ডুবিয়ে রাখা পাতাটা একদিন শিকড় ছড়ালো। জায়গা বদল হল। এবার টবে ঠাঁই মিললো তার। তারপর আরও পাতা, আরও কান্ডে পল্লবিত হয়ে টব উপছে পড়লো। শুনেছি পাতার কিনারেই কুড়ি উঁকি দেবে। তারপর একরাতের জন্য ওই কুড়ি পাপড়ি মেলে ফুটবে। অপূর্ব সাদা ফুল, অসাধারন মিষ্টি তার সুবাস। দেখিনি কখনো, ঘ্রান আস্বাদনও করা হয়নি। সবই শুনেছি। মেক্সিকো ও সেন্ট্রাল আমেরিকা থেকে আসা এই ক্যাকটাস। তাতেই ফুটে নাইট কুইন নামের অপূর্ব সুন্দর এক ফুল। আমেরিকার আরিজোনাতে মে জুন মাসে প্রাইভেট গার্ডেনে এক রাতে ফুটে নাইট কুইন; ওখানে তখন থাকে গ্রীষ্মকাল। ওই রাতে দর্শকরা দর্শনীর বিনিময়ে নাইট কুইন গার্ডেনে ফুলের সৌন্দর্য দেখতে ও তার মিষ্টি সুবাসে মোহিত হতে আসেন।

অনেকের কাছে শুনেছি এই ক্যাকটাসে ফুল ফুটতে তিন বা সাড়ে তিন বছর সময় লাগে। আমার আঙ্গিনাতে ফুলটি ফুটতে সময় নিল চার বছরেরও বেশী। ওই যে বললাম গ্রীণ ফিংগার নয় বলেই সময় বেশী লাগলো। তবে যাই হউক এরমাঝে পাতা তুলে তুলে নতুন চারা তৈরী করেছি। বন্ধুবান্ধবকেও উপহার দিয়েছি। নিজের আঙ্গিনাতে এক টব থেকে দুই টবে নাইট কুইনের গাছ পল্লবিত হয়েছে। অসংখ্যবার আত্মার আকুতি প্রার্থনার মত ‘তুই ফুটবি কবে বল’ লাইনটি গেয়েছে। এক পর্যায়ে মনে হল আমার ধৈর্য পুরষ্কৃত হতে যাচ্ছে। প্রত্যাশা পূরণ হবে এবার। পাতার কিনারে একদিন সত্যিই কুড়ি দেখা দিল। বেশ কয়েকটি কুড়ি। তবে দুঃখজনক হল যখন ঝরেও গেল দু'টি কুড়ি। মন ভীষণ খারাপ হল। প্রায় কান্না পাওয়ার অবস্থা। তবে কি সে ফুটবে না কখনো! প্রকৃতি অতো নিষ্ঠুর হবে কি? স্রষ্টার সৃজিত সেরা শিল্প ফুল, আমি কি বঞ্চিত হব তা থেকে? না শেষ পর্যন্ত প্রকৃতি তার উপহার নিয়ে এলো। নতুন বছর ২০১৫র জানুয়ারীর শুরুতেই উষ্ণ আবহাওয়ায় একরাতের জন্য পাপড়ি মেললো সে। মাঝরাতে পরিপূর্ণ বিকশিত হল তার স্বর্গীয় সুবাস ও সৌন্দর্য নিয়ে। সামান্য একটি পাতা থেকে পল্লবিত এক ক্যাকটাস ও তার পাতায় মাত্র একরাত্রের জন্য ফোটা মৃদু সুবাসিত শুভ্র ফুল। এটি দেখার আনন্দ অতুলনীয়। প্রকৃতির এ হচ্ছে বেহেশতী দান বা অমরাবতীর অনিন্দ্য উপহার।

নাইট কুইন সম্বন্ধে বলা হয় যে যারা রাত জাগতে পছন্দ করে না তাদের জন্য এই ফুল নয়। যদিও এই ফুল ফুটানোর আনন্দ অতুলনীয়। এক রাতের জন্য নাইট কুইন ফুটে এবং সকাল হতে না হতেই ফুলটি পাপড়ি গুটিয়ে বুজে আসে।

মাঝরাতে টর্চের আলো ফেলে ফুলের ছবি তোলা হল। ঘরে আনার উপায় ছিলনা। তাই কিছুক্ষণ পর পর গিয়ে ফুল দেখা আর তার অসাধারণ মৃদু গন্ধ শুকা হল। এ যেন প্রথম প্রেমের মত উচ্ছ্বাস। এক সময়ে ঘুম তার অধিকার কায়েম করলো। শুধু আমরা যারা দর্শক তাদেরই নয় ফুলকেও ঘুম দখল করলো। সবাইকে মুগ্ধ করে ভোরবেলা পাপড়ি মুজে একবারেই ঘুমিয়ে পড়েছে নাইট কুইন। সে আর জাগবেনা কোনদিন।


দিলরুবা শাহানা, মেলবোর্ণ






Share on Facebook               Home Page             Published on: 10-Feb-2015

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot