ফ্লয়েডের শেষ নিঃশ্বাস দিলরুবা শাহানা
ক্ষমতাবানেরা যা ভাবে, তা করে পরোয়া করে না, ধার না ধারে; মানুষকে নয় মানবিকতা পিষে পিষে মারে তাইতো উপুড় করে, হাঁটু চেপে ঘাড়ে বুকের খাঁচা শূন্য করে শেষ নিঃশ্বাস আনে বের করে কত সহজে খেলার ছলে! সে নিঃশ্বাস ছড়িয়ে গেল মহাদেশ থেকে মহাদেশে ‘করোনা’র ভয় তুচ্ছ করে দলে দলে মানুষ নেমে আসে পথে আমিও আছি তাদের সাথে তাহাদের সাথে পৃথিবীর সব গলি সব সব রাস্তাতে; আছি আমেরিকা, আছি লন্ডনে আছি অকল্যান্ডে, আছি মেলবোর্নে, মানুষের মান, মানুষের প্রাণ লুণ্ঠিত পথে পথে সে বারতা আজ হবে পৌঁছাতে সবে মিলে একসাথে!
দিলরুবা শাহানা, মেলবোর্ন, অস্ট্রেলিয়া
|