bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত




প্রেস রিলিজঃ গত ৭ই মার্চ সিডনির ইঙ্গেলবার্নের মেজবান নামক একটি বাংলাদেশী রেস্টুরেন্টে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে অস্ট্রেলিয়াতে সর্বপ্রথমবারের মতো আয়োজিত হয় ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়ার ইফতার মাহফিল ও নৈশভোজের অনুষ্ঠান। অনুষ্ঠানে মুসলিম উম্মাহ সহ বিশ্বের সকল মানুষের জন্য শান্তি ও সকল অ্যালামনাইদের জন্য সুস্থতা ও বিদেহী অ্যালামনাইদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সদস্য সৈয়দ আকরাম উল্লাহ। অনুষ্ঠান আয়োজনের সার্বিক দায়িত্বে ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা আরিফ ইসলাম এবং সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন সদস্য নিয়ামুল খান, মাহমুদুল হাসান ও ফকির আকরাম। এছাড়াও ইফতারে অংশগ্রহণ করেন ঢাকা কলেজের ১৯৭০ এর দশক থেকে শুরু করে ২০২০ দশকের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। দেশীয় মুখরোচক খাবারের সাথে কলেজ জীবনের স্মৃতিচারণায় মুখরিত ছিল ইফতারের প্রাঙ্গন।

উল্লেখ্য অস্ট্রেলিয়াতে বসবাসরত বাংলাদেশের সবচেয়ে পুরনো ও ঐতিহাসিক ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ঢাকা কলেজ অ্যালামনাই এসোসিয়েশন অস্ট্রেলিয়া (ডিসিএএএ/DCAAA) ফেইসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে যাত্রা শুরু করলেও বর্তমানে এর সদস্য সংখ্যা আড়াইশরও অধিক। ডিসিএএএ ইনক এনএসডব্লিউ অঙ্গরাজ্যের একটি নিবন্ধিত অলাভজনক সংগঠন। ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক উন্নয়ন সাধনে কাজ করে যেতে বদ্ধপরিকর এ সংগঠনটি।

অফিসিয়াল ফেইসবুক গ্রুপের লিঙ্কঃ
www.facebook.com/groups/dhakacollegealumniassociationaustralia/








Share on Facebook               Home Page             Published on: 19-Mar-2025

Coming Events: