ডারউইনে নববর্ষ উদযাপিত চৌধুরী মোঃ সদরউদ্দিন - গত ২৭ এপ্রিল ডারুইনের বাংলাদেশি কমিউনিটি সমুদ্রের ধারে একান্ত ঘরোয়া পরিবেশে পালন করলো বাংলা নববর্ষ ১৪২১। প্রতিদিনই ডারুইনে বাংলাদেশীর সংখা বেড়ে চলেছে। চার্লস ডারুইন ইউনিভার্সিটিতে আজ দু'শোর কাছাকাছি বাংলাদেশী ছাত্র-ছাত্রীদের পদচারণ। অনেক দিন ধরে আস্ট্রেলীয়ার মাঝে অন্যতম কম বেকারের সংখা এই ডারুইনে। মাইগ্রেশনেও রয়েছে নানা সুবিধা আর এসবের কারনেই বেড়েই চলেছে বাংলাদেশীদের সংখা আর তার সাথে বাংগালীয়ানা সংস্কৃতির প্রয়োজনীয়তার অনুভব। সংগঠকদের শুভেচ্ছা সুন্দর একটা ঘরোয়া বাংলা নববর্ষ উপহার দেয়ার জন্য।
|