bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (CUAAA)
বার্ষিক ফ্যামিলি ডে ২০২৫ ও নবগঠিত নির্বাহী কমিটি



প্রেস রিলিজঃ চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (CUAAA Inc) আনন্দের সাথে জানাচ্ছে যে গত রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, সিডনিতে অনুষ্ঠিত সফল ও প্রাণবন্ত বার্ষিক ফ্যামিলি ডে অনুষ্ঠান শেষে সর্বসম্মতভাবে নবগঠিত নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

অনুষ্ঠানটি অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত ১৩০-এরও বেশি প্রাক্তন ছাত্রছাত্রী, পরিবার ও শুভানুধ্যায়ীর অংশগ্রহণে মিলনমেলায় রূপ নেয়। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্ত ছিল সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের সৃজনশীল কর্মসূচি, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠাতা সদস্যদের অবদানের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান।

আনুষ্ঠানিক পর্ব শেষে CUAAA এর নতুন নির্বাহী কমিটি পরবর্তী মেয়াদের জন্য আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। নবনির্বাচিত কমিটি প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণকে আরও সুদৃঢ় করা, পেশাগত সহযোগিতা বৃদ্ধি করা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহায়তা করা এবং অস্ট্রেলিয়ার বহুসাংস্কৃতিক প্রেক্ষাপটে CUAAA এর উপস্থিতি আরও সমুন্নত করার প্রত্যয় ব্যক্ত করেছে।



নতুন নির্বাহী কমিটি:

সভাপতি: আব্দুস সাত্তার খাজা
সহ-সভাপতি: মোঃ আলী আসগর (প্রতিষ্ঠাতা সদস্য)
সাধারণ সম্পাদক: মাসুদ চৌধুরী
সহকারী সাধারণ সম্পাদক: সেলিনা আক্তার
কোষাধ্যক্ষ: মাহমুদ খান
ইভেন্ট/সংস্কৃতি বিষয়ক সম্পাদক: শায়লা হক তানজু
প্রকাশনা সম্পাদক: ফজলে এলাহী প্রধান
কার্যনির্বাহী সদস্য (৩ জন): মোঃ রেজাউল আনোয়ার, এএনএম নেজাম উদ্দিন চৌধুরী,
তৌফিকুল ওয়াহাব তৌফিক
পাবলিক অফিসার (সংগঠনের অফিসিয়াল প্রতিনিধি): আজহারুল হক আরিফ
উপদেষ্টা কমিটি (৪ জন): শহীদ ভুইয়া, মোস্তফিজুর রহমান শামসুজ্জামান শামীম (প্রতিষ্ঠাতা সদস্য), আশিকুর রহমান (প্রতিষ্ঠাতা সদস্য)



এক বিবৃতিতে সংগঠনের নতুন নেতৃত্ব, উপস্থিত সকল অতিথি, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ী, যাদের সহযোগিতায় ‘ফ্যামিলি ডে’ একটি স্মরণীয় এবং সফল আয়োজনে পরিণত হয়েছে, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ কর্মসূচি, শিক্ষামূলক উদ্যোগ এবং পরিবারবান্ধব অনুষ্ঠান আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

নবগঠিত সিইউএএএ নির্বাহী কমিটি এই নতুন এক অধ্যায়ের পথচলায় সারা অস্ট্রেলিয়াজুড়ে অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অব্যাহত সমর্থন ও সহযোগিতা কামনা করছে।



মিডিয়া ও যোগাযোগের জন্য:
ইমেইল: cuaaa181166@gmail.com


তারিখ: ২৪ অক্টোবর ২০২৫





Share on Facebook               Home Page             Published on: 27-Oct-2025

Coming Events: