bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













বোরহান উদ্দিন আহমদ এর ৩টি কবিতা



ফলের নামে নাম সে শহরের

সিডনি থেকে বহুদূরে
ব্লু মাউন্টেন ছাড়িয়ে
ফলের নামে নাম সে শহরের
অরেঞ্জ তার নাম।
প্রশান্তি এখানে ছড়ানো
আকাশে বাতাসে
পাহাড়ের কোলে শহরের ঘরগুলোতে
গৃহকোণে
শহর সংলগ্ন উপত্যকায়
ভেড়ার ফার্মে
গরুর ফার্মে
দ্রাক্ষাকুঞ্জে তথা ভাইন ইয়ার্ডে
কন্যার পরিবারে
দৌহিত্র দৌহিত্রীর ভালবাসায়
কন্যা জামাতার ভালবাসায়
পুত্র পুত্রবধূর পূর্মিলনের আনন্দে
ব্যাক ইয়ার্ডের হালকা গোলাপি গোলাপে
গোলাপের দুর্লভ সুরভিতে
প্রতিবেশীর পথভোলা লাল গোলাপে
আপন-পর সমজ্ঞানে
যা অতিক্রম করেছে সীমানার বেড়া অবলীলায়।
প্রশান্তি আনন্দ ভালবাসা
এখানে একাকার।
অভিবাদন হে প্রশান্তিময় অরেঞ্জ
অভিবাদন হে ভালবাসা
অভিবাদন হে আনন্দ
অভিবাদন হে জীবন।

অরেঞ্জ, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
৯/৩/২০২০





অন্যরকম ভালবাসার দিন

জীবনের শেষ বিকেলের দিনগুলো
এখন কি অন্যরকম ভালবাসার দিন?
দুজনের দেহমনে জোয়ার নেই যৌবনের মতো
এখন ভালবাসার প্রকাশ
বৈশাখের শীর্ণ খালের মতো
আলিঙ্গন চুম্বন এখন বহুদূরের গল্প-গাথা।
হয়তো বিরক্তির বিষয়
কোন বয়সী জীবনসঙ্গিনীর কাছে।
এখন আমার অসুখে তার সেবা শুশ্রুষা
বুঝি তার অন্যরকম ভালবাসা।
এখন বেড়াতে যাবার আগে আমার প্যান্ট শার্ট
আগে থেকে গুছিয়ে দেয়া
অনুভব করি তার অন্যরকম ভালবাসা।
এখন আমার
ঘন ঘন জলপানের জন্য তার তাড়া
স্নানের জন্য তাড়া
চুলকাটার জন্য তাড়া
তার এ সব ভালবাসার অত্যাচার
সেও কি তার অন্যরকম ভালবাসা?
এখন তার ক্ষণে ক্ষণে অকারণ বাড়াবাড়ি উদ্বেগ আমার জন্য
সেও তার অন্যরকম ভালবাসা।
এখন আমার জন্য আমার অগোচরে
নতুন জামা পাঞ্জাবী কেনা
তার অন্যরকম ভালবাসা।
কী হবে মন উজানে তরী বেয়ে
এখন জীবন স্রোতে প্রবল ভাটার টান
এখানে ভাটিতে অন্যরকম ভালবাসা
ভেসে চলো মন তার সাথে ভাটিতে
অন্যরকম ভালবাসায়।
এখন জীবনে অন্যরকম ভালবাসার দিন।

অরেঞ্জ, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
১৬/৩/২০২০





করোনায় প্রার্থনা হে করুণাময়

দূর বিদেশে এখানে জানালার বাইরে
দূরে প্রতিবেশীর আঙ্গিনার একটি গাছ দেখি
ডালপালা ছড়ানো জানালার প্রায় সবটুকু জুড়ে রয়।
অটামের কখনো শীতল হাওয়ায়
তার ডালপালা আর পাতা নড়ে
কোন করোনা ভাইরাস স্পর্শ করেনি তার হৃদয়
নেই তার ছোঁয়াছুঁয়ির ভয়।
পাখী এসে বসে তার ডালে
আবার উড়ে যায়
পাখীদেরও নেই করোনার ভয়।
হায় মানুষ! হায় তোমার আনবিক বোমা
তোমার ভীষণ সব মারণাস্ত্র
এখন বেকার সব করোনার মুখোমুখি
এখন তোমার চাচা আপন প্রাণ বাঁচা দশা।
প্রার্থনা হে করুণাময়
দূর করো এই করোনার অভিশাপ
মানুষকে করো পরিশুদ্ধ
উদ্ধার করো পৃথিবীকে যুদ্ধবাজ
অত্যাচারী ক্ষমতা লোভীদের হাত থেকে।
ছড়াও তোমার কল্যাণ
আকাশে বাতাসে মানুষের মাঝে
মানুষের মনে।
সকল ক্ষমতা তোমার হাতে
হে সর্বশক্তিমান
আমরা বসে আছি তোমার আশায়।
মানুষও পারে
মানুষও পারে ভালো হতে
মানুষও ভালো হয়
যদি তুমি চাও, হে ইচ্ছাময়।

অরেঞ্জ, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া
৭/৪/২০২০








Share on Facebook               Home Page             Published on: 6-Jun-2020

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot