bangla-sydney.com News and views of Bangladeshi community in Australia |
বোরহান উদ্দিন আহমদ এর একগুচ্ছ কবিতা (২) ভালবাসা এখন প্রিয়তমা তোমাকে দেখিনি কখনো আগে আমার একান্ত আপন হবার আগে একদিন শুনলাম আসছো আমার জীবনে তারপর তোমাকে ভাবতেই কেন জানি বড়ই আপন লেগেছে। তারপর তোমাকে ভালবেসেছি প্রথম দেখাতেই জানি না তুমি বুঝেছ কি না । সেই প্রথম দুজনের পথ চলা এক সাথে কী মমতায় কী উষ্ণতায় ভরা ছিল তোমার আমার দুজনের পথ চলার সেই প্রথম দিনগুলো। হয়তো সেই প্রথম দিনগুলোতে ভালবাসি বহুবার বলেছো আমাকে তবু যৌবন প্রৌঢ়ত্ব পেরিয়ে জীবনের শেষ বিকেলে এখন সে কথাটি তোমার মুখে শুনতে বড় ইচ্ছে হয় হায়, তবু শোনা হয় না। এখন সংসার ভরে তোমার সেবাযত্ন দেখি তোমার মায়ামমতা দেখি এ সব দেখে দেখে শেষ বিকেলের দিনগুলো কেটে যায় ভালবাসার মমতা নিয়ে ভালবাসার বেদনা নিয়ে। ছেড়ে যাবার বেদনা ভালবাসার বেদনা নিশ্চয়। ছেড়ে যেতে মন নাহি চায় ছেড়ে দিতে মন নাহি চায় এই তো পৃথিবীতে ভালবাসা নিশ্চয়। শেষ বিকেলের এই ভালবাসা ভালবাসা নিশ্চয়। অরেঞ্জ, নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়া ৪/৬/২০২০ মনে সৌন্দর্য ভালবাসা জীবনের শেষ বিকেলে কবিতারা পালিয়ে বেড়ায় আমার ত্রিসীমানা থেকে। দেখি থরো থরো যৌবনের হাতে কিংবা টগবগে যৌবনের হাতে জীবনের মধ্যাহ্ন বেলার উজ্জ্বল পংক্তিমালা ভালবাসা আর সৌন্দর্য ভরা অপরূপ মুগ্ধকরা পৃথিবীতে অপূর্ব। বস্তুতঃ পংক্তিমালাও যৌবনের পূজারী। অমন ভালবাসা আর সৌন্দর্যের প্রতি আমারও ভালবাসা আজীবন সেই যৌবনের প্রথম প্রহর থেকে। কোন মায়াবতী অপরূপা কিশোরী কিংবা তরুণী তার অপরূপ রূপরাশি তার মায়াভরা আঁখি দুটি তার মায়ামমতা ভালবাসা তার কিছু বলা কথা তার অনেকখানি না বলা এ পৃথিবী যাকে পায় শুধু একবার। সেই সৌন্দর্যের সেই ভালবাসার কথা আমার পংক্তিমালায় বলতে চেয়েছি বারবার আর বলতে যেয়েও পারিনি সবটুকু বলতে। বিপুল আনন্দ বেদনা বিপুল সৌন্দর্য বিপুল ভালবাসা কতটুকুই বা মানুষের শব্দাবলী ধরতে পারে। তবু তাকেই খুঁজে তরুণ কবি মন সেই মুগ্ধকরা মায়াবী রূপ সেই আনন্দ বেদনা সেই মায়াবতী ভালবাসা চিরকাল থাক মানুষের হৃদয়ে কবির হৃদয়ে আর অক্ষম শব্দাবলী করুণ ধরে রাখুক যথাসাধ্য সামান্য ছায়া তার। জয় হোক সৌন্দর্য আর ভালবাসার। অরেঞ্জ/ডাবোর পথে, অস্ট্রেলিয়া ১৪/৬/২০২০ শৈশবের ভালবাসা শৈশবের ভালবাসা তুমি কি বাল্য-সাথীর মধুর স্মৃতি ? খেলার সাথীর মধুর স্মৃতি? তার সেই মুখ? তার মুখের সেই মমতা? সেই অবুঝ অনুভব দুজনে দুজনের জন্য? শৈশবের ভালবাসা তুমি কি দূরে যেয়েও তার জন্য প্রতীক্ষা সমস্ত কিশোর দিন আর রাত ? শৈশবের ভালবাসা তুমি কি নবযৌবনে দূরে যেয়েও তার জন্য প্রতীক্ষা দিনের পর দিন রাতের পর রাত? সকল মুখে তাকে খোঁজা হাজার মুখে তাকে খোঁজার অনন্ত প্রয়াস ? শৈশবের ভালবাসা সে কি তার বাজানো সেই সুর শৈশব কৈশোর পার হয়ে যা বাজে নিশিদিন আকাশে বাতাসে? সেই সুর এখনো খুঁজে ফেরা? শৈশবের ভালবাসা তুমি কি অবশেষে তাকে খুঁজে পাওয়ার আনন্দ পুনর্মিলনের আনন্দ? তার সাথে ঘর বাঁধা ? শৈশবের ভালবাসা তুমি কি তার জন্য আজীবন কোমল করুণ অনুভব যা চিরদিন মন ছেয়ে রয় জীবনে জীবনের পর? অরেঞ্জ, অস্ট্রেলিয়া ৩০/৬/২০২০ ![]() |
![]() | ![]() |
![]() |