bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












বোরহান উদ্দিন আহমদ এর একগুচ্ছ কবিতা (১)

অপেক্ষার জানালা
অপেক্ষার জানালা খুলে দিলাম, প্রিয়তমা
তুমি এসো শ্রাবণ দিনের শেষে।
হৃদয়ের জানালা খুলে দিলাম
তুমি এসো হৃদয়ের ব্যথার ছায়ায়।
বসন্ত দিনের ফুলের ভালবাসা ছড়িয়ে দিলাম
তুমি এসো ভালবাসার ঘরে।
তোমার দু'চোখে যে ভালবাসা দেখেছিলাম
অপেক্ষার জানালা পেরিয়ে সেই ভালবাসা হয়ে এসো।
ভালবাসা রাজ্যে অপেক্ষা একটি নদী,
তার তীরে ভালবাসার বাঁশী বাজে,
হৃদয়ে বাজে নিশিদিন
তুমি এসো, তুমি এসো, প্রিয়তমা।
অপেক্ষার জানালা খোলা আছে
অপেক্ষার নদী ডেকে যায়।
আমি তোমার অপেক্ষায় আছি
তোমার অপেক্ষায় থাকবো।
জানি আসবে তুমি অবশেষে
বেদনার সাগর পেরিয়ে
ভালবাসার ঘরে।
অপেক্ষার জানালা খুলে দিলাম, প্রিয়তমা।


সিডনীর সেলস গার্ল
যৌবন কখনও কৃপণ হয়।
ক্ষীণ স্তন ক্ষীণ নিতম্ব ক্ষীণ দেহভার।
মুখে তবু হাসি বাঁধভাঙ্গা
চেহারায় সৌন্দর্য তবু নয়ন-কাড়া।
তরুণীর হাসিতে যৌবন
আনন্দ-ভারে যৌবন
যেন মায়াবতী যৌবন ছিলো সে।


আহা, ম্যাগনোলিয়া!
আহা, সাদা-গোলাপি-বেগুনী রঙের ম্যাগনোলিয়া!
পেনরিথের শীতের শেষ প্রান্তে
অপরূপ তোমায় দেখি।
ফুলে ফুলে ভরা গাছ।
কী আশ্চর্য! কোন পাতা দেখি না,
দেখি ফুল আর ফুল।
আহা, ম্যাগনোলিয়া! চকিতে মন কেড়ে নিলে
লীলাময়ী তুমি বিদেশ বিভূঁইয়ে অবলীলায়।
কী মুগ্ধতা ছড়াও তুমি
প্রবাসীর দুই চোখে
প্রবাসীর বিজন হৃদয়ে।
ম্যাগপাই উড়ে যায়,
ঘুঘু ডেকে যায়,
আমার মুগ্ধ চোখ
তোমাকে ছুঁয়ে যায়
প্রেয়সীকে ছোঁয়ার মতো।
আহা, ম্যাগনোলিয়া! ভালবাসি তোমাকে।


সুন্দরী ক্যামেলিয়ার জন্য পঙক্তিমালা
সুন্দরী ক্যামেলিয়া, পরমা সুন্দরী তুমি
গোলাপ নও তুমি
তবু তোমার মুখ গোলাপের মতো
গোলাপের মতো সুন্দর।
সাদা কিংবা গোলাপি রংয়ের ক্যামেলিয়া
প্রচণ্ড শীতকে তুচ্ছ করে
তোমার প্রবল রূপের সাহসী পতাকা
দেখি মেলে ধরো, তুমি হে সাহসিকা।
রুক্ষ শীতে সুন্দর গাছে সবুজ পাতার মাঝে
চিরবসন্তের প্রতীক, ক্যামেলিয়া
তুমি ফুটে আছো।
মরি, মরি! তোমার রূপ!
মরি, মরি! তোমার সাহস!
মুগ্ধ হৃদয়, মুগ্ধ দু'চোখ আমার।
যে পৃথিবীতে সুন্দরী ক্যামেলিয়ার বাস
সেই তো আমার প্রিয় পৃথিবী।
ক্যামেলিয়া,আমার ভালোলাগা ভালবাসা নিয়ে
ফুটে থাকো পৃথিবীর সব সৌন্দর্য নিয়ে।
ক্যামেলিয়া, তুমি আমার ভালবাসা।


বসন্তের অগ্রপথিক চেরি ব্লসম
মৃত শুষ্ক পত্রশুন্য গাছে
প্রাণের পরশ আনো
আজ শীতের শেষ লগ্নে
তুমি চেরি ব্লসম,
বসন্তের ফুলেল অগ্রপথিক।
পত্রশুন্য গাছে আজ
শুধু ফুল আর ফুল।
কী রূপের মেলা
আজ দেখি চারিধার।
গোলাপি রূপের মেলা তোমার
মুগ্ধ দুনয়ন আমার মুগ্ধ হৃদয়।
তোমার রূপের বন্যায়
ভেসে যায় চারিধার।
চেরি ব্লসম তুমি এসো চিরকাল
এমনি বারবার।
শীত আছে, বসন্ত নেই
তবু বসন্ত দুর্নিবার।


রুটি হিলের গোলাপ
রুটি হিলের গোলাপ,
শেষ বিকেলের রোদে তোমাকে দেখি
লাল গোলাপ তোমাকে দেখি।
বাগান আলো করে ফুটে আছো
রুটি হিলের বসন্ত তোমার জন্য।
গোলাপ আমার চিরকালের ভালবাসা
সুদূর অস্ট্রেলিয়াতে তোমাকেই খুঁজেছিলো এই মন
এখানে তোমার বিশালতা বিস্ময়কর
তোমার রূপের তুমিই তুলনা।
কী আনন্দ আনো তুমি আমার ভুবনে
তুমি জানো কি তা?
ম্যাগপাই পাখীরা পেনরিথকে ভালবাসে
রুটি হিলে তাদের আনাগোনা কম।
তবু রুটি হিলের ঘুঘু ডেকে যায় পেনরিথের মতো হৃদয়ের গভীরে।
ম্যাগনোলিয়া ক্যামেলিয়া ফুল রয়ে গেলো পেনরিথে
পেনরিথকে ভালবেসে।
দুঃখ নেই রুটি হিলের গোলাপ
তুমি তো আছো।
তুমি থাকো, তুমি থাকো
শেষ বিকেলের মেয়ের মতো
ছড়াও মুগ্ধতা চিরকাল।


বটল ব্রাশ বৃক্ষ তুমি
বটল ব্রাশ বৃক্ষ তুমি
স্বভাবে তুমি বিনম্র অতি
নতমুখী তোমার প্রশাখা পত্রাবলী।
বসন্তে তোমার নতমুখী লাল ফুলে
ছেয়ে গেছে পেনরিথ রুটি হিল সিডনীর প্রকৃতি।
তুমি যেন বসন্তের বিনম্র প্রতীক
তোমার লাল লাল ফুল যৌবনের কথা বলে
জীবনের কথা বলে
অজস্র লাল ফুল অজস্র জীবনের বৈভবের কথা বলে।
নতমুখী বিনম্র তুমি
তুমি নিরহঙ্কার তবু বৈভবে অনুপমা।


মুগ্ধতার বেগুনী ফুল
বসন্তের শেষ ভাগে তুমি এলে
বেগুনী ফুলে ফুলে
ভরে গেলো সব শাখা।
তোমার বৃক্ষ কৃষ্ণচূড়া নয়
তবু দেখেছিলাম
কৃষ্ণচূড়ার মতো পাতা,
আজ তারা গল্প অতীতের,
আবার আসবে তারা ফিরে ফুল ঝরে গেলে।
দিকে দিকে বৃক্ষ আলো করে আজ
শুধু তুমি আছো বেগুনী ফুল।
কি নাম তোমার জানি না।
সুধাই জনে জনে
কেউ জানে না তোমার নাম।
তবু আমার মুগ্ধতার সাথে জড়ানো
তোমার অজানা নাম
নামহীনা অনামিকা প্রেমিকার মতো।


নামহীনা গ্রীষ্মের সুন্দরী
বসন্তের ফুলের মিছিল শেষ হলে
যখন ভাবি রংয়ের দিন বুঝি ফুরালো
তখনই গ্রীষ্মের প্রথম ভাগে রাজপথের পাশে
রংয়ের মশাল যেন জ্বালিয়ে দিলে
রুটি হিলে সিডনীতে
বৃক্ষ জুড়ে লাল ফুল তুমি ।
যেন আগুন গাছের ডালে দাউ দাউ জ্বলে,
মোহনীয় আগুন যেন চোখ জুড়ানো।
একদা নামহীনা জাকারান্ডার মতো
আজ তোমারও নাম জানিনা,
সুধাই জনে জনে
কেউ জানে না তোমার নাম।
তবু ভালবাসার সাথে মুগ্ধতার সাথে
লিখি অনামিকা
রক্তিম তোমার নাম
গ্রীষ্মের সুন্দরী তুমি অনুপমা।


আমার দেখা অস্ট্রেলিয়া আছে বেশ
আমার দেখা অস্ট্রেলিয়া আছে বেশ।
গায়ে উল্কি নিয়ে আছে বেশ,
মহিলাদের ধূমপান নিয়ে আছে বেশ,
ক্রিকেটে অকস্মাৎ সাম্রাজ্য হারানো নিয়ে আছে বেশ,
কার্বন ট্যাক্সের রাজনৈতিক বিপর্যয় নিয়ে আছে বেশ,
বাড়ীতে সৌখিন মুর্গী পালকের মোরগের ডাকে
জব্দ হয়ে যাওয়া করুন মোরগ নিয়ে আছে বেশ।
আমার দেখা অস্ট্রেলিয়া আছে বেশ।

গ্রীষ্মে সর্বনাশা বুশ ফায়ার নিয়ে আছে বেশ,
অবৈধ অভিবাসনকারীদের দুঃসাহসী করুন বোট নিয়ে আছে বেশ,
অকস্মাৎ সাদার্লির কনকনে শীত নিয়ে আছে বেশ,
বসন্তে শীতের অনাহুত আবির্ভাব নিয়ে আছে বেশ,
নির্বাচনে লেবারের অতি ভালোমানুষির করুন পরিণতি নিয়ে আছে বেশ,
আমার দেখা অস্ট্রেলিয়া আছে বেশ।

সুন্দর বৈচিত্র্য নিয়ে আছে বেশ,
ক্রিকেটে সাম্রাজ্য পুনরুদ্ধারের নিশ্চিত সম্ভাবনা নিয়ে আছে বেশ,
মনোমুগ্ধকর মানুষের সহনশীলতা নিয়ে আছে বেশ,
বিশাল দেশে স্বল্প মানুষের বিরাট বিস্ময়কর কীর্তি নিয়ে আছে বেশ,
দরিদ্র স্বদেশের করুন ভাগ্য পিছে ফেলে
বৈধ অভিবাসনকারীদের সাফল্য আর শান্তি নিয়ে আছে বেশ,
অতি চমৎকার রাজপথ রেলপথ সুপারমার্কেট নিয়ে আছে বেশ,
বিপুল সৌন্দর্য নিয়ে আছে বেশ,
আমার দেখা অস্ট্রেলিয়া আছে বেশ।

ক্যাঙ্গারু এমু পাখী নিয়ে আছে বেশ,
সিডনী হারবার ব্রিজ অপেরা হাউজ নিয়ে আছে বেশ,
শীতের শেষ প্রান্তে ম্যাগনোলিয়ার রূপ নিয়ে আছে বেশ,
সুন্দরী ক্যামেলিয়া গোলাপ আর হাজারো ফুলের স্বর্গ নিয়ে আছে বেশ,
বসন্তে ম্যাগপাইয়ের আনন্দ সঙ্গীত নিয়ে আছে বেশ,
হাজারো পাখীর সৌন্দর্য নিয়ে আছে বেশ,
তার চমৎকার মানুষ আর মনোমুগ্ধকর গণতন্ত্র নিয়ে আছে বেশ,
তার শান্তি নিয়ে আছে বেশ,
মানুষের সম্মান নিয়ে আছে বেশ,
মানুষের জন্য মানুষের ভালবাসা নিয়ে আছে বেশ,
স্বল্প পরিচয়ে আমার মুগ্ধ ভালবাসা নিয়ে অস্ট্রেলিয়া আছে বেশ।


ঝিঁঝিঁ বিষয়ক (১)
ঝিঁঝিঁ ডাকে...
সে কি সত্যি ডাকে?
নাকি আমার কল্পনা?
এমন সূক্ষ্ম তার ডাক
শোনা যায় তবু শোনা যায় না।
সে কি তবে সূক্ষ্ম সীমারেখা
কল্পনা আর বাস্তবের?
এমন কান ছাপানো তার ডাক
তার ঝিল্লি রব
তার ঝিঁঝিঁ ডাক।
শুনি তার ডাক দেশে বিদেশে
শুনি তার ডাক বাংলার নিভৃত পল্লীতে
চীনের শহরে নির্জন পথে ম্যাপলের গাছে
সিডনীর শহরতলীতে।
বাস্তব তবু কল্পনার মতো
কান ছাপানো হৃদয় ছাপানো
ঝিঁঝিঁ ডাকে ঝিঁঝিঁ ডেকে যায়।

২৩/৯/২০১৩
রুটি হিল, সিডনী, অস্ট্রেলিয়া


ঝিঁ ঝিঁ বিষয়ক (২)
আমি কিছু শুনি না তবু শুনি।
ঝিঁ ঝিঁ সুরে কী যেন ডেকে যায়
সে কি মগজের বাগানে?
নাকি আমার কানে?
শব্দ কেন এত সূক্ষ্ম হয়?
শব্দের এমন অণু পরমাণু
এমন করে কে শুনিছে সবার আগে?
মনের ভিতর মন যেমন
শব্দের ভিতরে শব্দ
সূক্ষ্ম সুরে ঝিঁ ঝিঁ ডেকে যায়।
মনে প্রশান্তি ছড়ায়।
রুটি হিলে ব্লু মাউন্টেনে
তার ঝিঁ ঝিঁ ডাকে মনে পড়ে
সুদূর শৈশবের শ্রাবণ সন্ধ্যা
বাংলার নিভৃত পল্লী কুটীরে
ঝিঁ ঝিঁ ডেকে যায়।
তাকে দেখিনি তেমন
এমন লাজুক পোকা।
সেই কবে শৈশবে দেখেছিলাম একবার স্বপ্নের মতো।
আবার দেখলাম ব্লু হিলে মাউন্ট টোমায়
বিশাল কলেবরে, কী আশ্চর্য রূপে!
কী স্পষ্ট সুরে ঝিঁ ঝিঁ ডাকে নিস্তব্ধ সেই বনভূমিতে!
ঝিঁ ঝিঁ ডাকে
তেমনি ডেকে যায় শৈশবের মতো
রুটি হিলে ব্লু মাঊটেনে
সিডনীতে।

রুটি হিল, সিডনী
২/১১/২০১৩





Share on Facebook               Home Page             Published on: 7-Jan-2014

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far