বোরহান উদ্দিন আহমদ এর আরো দু’টি কবিতা
ব্লু মাউন্টেনে একদিন
তুমি আমায় ডেকেছিলে তোমার বিপুল সৌন্দর্য দেখাবে বলে ব্লু মাউন্টেনে মাউন্ট টোমা’র স্বর্গে। রিচমন্ড কুরাজং পেরিয়ে পথে পথে কাঞ্চন ফুলে সাজালে সিডনীর বসন্ত অপরূপা। ঝিঁ ঝিঁ পোকার সঙ্গীত আর রইলোনা অস্ফুট কল্পনার মতো তার বিপুল কলরব আনন্দ সঙ্গীত হয়ে বাজে। পথে পথে পাহাড়ের বনের বসন্ত সবুজে সবুজে মুগ্ধ করে। চূড়ান্ত গন্তব্য মাউন্ট টোমা’র স্বর্গে তুমি দাঁড়ালে তোমার মোহিনী রূপে। রডড্রেনড্রন ফুল আর অজস্র ফুলে কী অপরূপ তোমার রূপ। মুগ্ধ এই মন সার্থক দু নয়ন। মুগ্ধতাও মুগ্ধ হলো তোমার সে রূপ দেখে। তোমাকে অভিবাদন, পর্বতে উপত্যকায় সবুজে ফুলে রূপের আড়ালে হে পরম সুন্দর অরূপ, তোমার তুলনা তুমি নিজে।
তোমার সুরের বেদনা
তোমার বন্ধ দুয়ারের ভিতর থেকে ভেসে আসে গান, তোমার সুরের বেদনা আমাকে ছুঁয়ে যায়। ভালবাসা বেদনার আরেক নাম হৃদয়ের তরে হৃদয়ের। কোন নিভৃতে ভালবাসার শ্বেত প্রাসাদে কনক প্রদীপ জ্বলে, শুক সারি জাগে। দুটি হৃদয় মুখোমুখি চিরকালের গান গায়। তোমার সুরের বেদনা সেখানে নিয়ে যায়। তোমার সুরের বেদনা ভালবাসার নদী হয়ে চিরকাল বয়ে যাক।
|