bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



বাংলাদেশ মেডিক্যাল সোসাইটির
বার্ষিক সাইন্টিফিক মিটিং, সাধারণ সভা ও নৈশভোজ


হ্যাপি রহমানঃ গত ৮ অক্টোবর শনিবার সিডনির নভোটেল হোটেল, সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অফ নিউ সাউথ ওয়েলস আয়োজিত বার্ষিক সায়েন্টিফিক মিটিং, বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন। সবশেষে উপস্থিত সদস্যদের নৈশভোজে আপ্যায়িত করা হয়।

সারাদিন ব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে অত্যন্ত সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। শুরুতেই ছিল সিপিআর কোর্স (CPR course), চা-বিরতির পর শুরু হয় এএমসি ক্লিনিক্যাল মক টেস্ট (AMC clinical mock exam), আরএসিজিপি (RACGP clinical exam preparation course). মধ্যাহ্ন ভোজের পর শুরু হয় বার্ষিক সায়েন্টিফিক মিটিং ও লাকি ড্র। নিউ সাউথ ওয়েলসে বসবাসকারী বাংলাদেশী চিকিৎসকগন উক্ত কোর্সগুলোর পর্যবেক্ষক ও পরীক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এবং এতে অংশগ্রহণকারীরা ও বাংলাদেশী চিকিৎসক।

সন্ধ্যায় বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ দুই বছর। প্রতি দুই বছর অন্তর অন্তর সংগঠনটির সকল সদস্যদের মধ্যে আলোচনা ও সর্বসম্মতিতে নতুন কমিটি নির্ধারণ করা হয়ে থাকে। সংগঠনটির নবগঠিত কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন:

সভাপতি - ডাঃ মতিউর রহমান
সহ-সভাপতি - যৌথভাবে ডাঃ রশিদ আহমেদ, ডাঃ শফিকুর রহমান ও ডাঃ সাব্বির সিদ্দিক
সাধারণ সম্পাদক - ডাঃ মিরজাহান মাজু
যুগ্ম সম্পাদক - ডাঃ মেহেদী ফারহান ও ডাঃ কাজী শাহরিয়ার রানা
কোষাধ্যক্ষ - ডাঃ জেসমিন শফিক
সাংগঠনিক সম্পাদক - ডাঃ শায়লা ইসলাম
শিক্ষা সম্পাদক - ডাঃ নাজমুন নাহার
সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক - ডাঃ শায়েক খাঁন এবং
প্রচার ও প্রকাশনা সম্পাদক - ডাঃ ফখরুল ইসলাম

এছাড়াও কার্যকরী সদস্যবৃন্দ হলেন:
ডাঃ রফিকুর রহমান বাবুল, ডাঃ আয়াজ চৌধুরী, ডাঃ শরীফ উদ্দৌল্লাহ, ডাঃ জেসি চৌধুরী, ডাঃ শফিকুল বার চৌধুরী, ডাঃ আমীন মুতাসিম, ডাঃ মামুন চৌধুরী, ডাঃ রেজা আলী, ডাঃ জান্নাত নাইম, ডাঃ জাকির পারভেজ, ডাঃ মইনুল ইসলাম, ডাঃ খালেদুর রহমান, ডাঃ শামসুল আলম, ডাঃ আইরিন কবির প্রমুখ।

সংগঠনটির উদ্যোগে প্রতি বছর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তারমধ্যে বার্ষিক নৈশভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক সাধারণ সভা, বার্ষিক সায়েন্টিফিক মিটিং, ঈদ পূর্ণমিলনী ও বার্ষিক বনভোজন উল্লেখযোগ্য।

সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে - দেশ ও দেশের বাইরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আর্থিক সাহায্য সহযোগিতা করা, ঢাকায় নির্মীয়মাণ আহসানিয়া মিশন ক্যানসার ও জেনারেল হাসপাতাল, আইলা বিধ্বস্ত জনপদসহ, সাভারের রানা প্লাজার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পঙ্গু মানুষের সাহায্যার্থে সিআরপিকে আর্থিক অনুদান দিয়ে সাহায্য সহযোগিতা করা। বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস নেপালের শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে তাদের ত্রাণ তহবিলে অর্থ দান করেছে। কিছুদিন আগে অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় নির্মম মৃত্যু বরন করেন একজন বাংলাদেশী ডাক্তার, তার লাশ দেশে পাঠানো ও অন্যান্য সহযোগিতায় এগিয়ে আসে বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস।

সংগঠনের নব-নির্বাচিত সভাপতি ডাঃ মতিউর রহমান বলেন - আমরা দেশ থেকে দূরে আছি, দূরত্বে নয়! আঞ্চলিকতা ঘুচিয়ে এই দূরপ্রবাসে আমরা সবাই বাংলাদেশী। আত্মীয়স্বজন ছেড়ে এসে প্রবাসের ব্যয়বহুল জীবিকা নির্বাহের জন্য চাকরির পাশাপাশি উচ্চহারের মেডিক্যাল সার্টিফিকেট পরীক্ষার ফি সংগ্রহের জন্য অনেকে দিশেহারা হয়ে যান। তাদের জন্য এ সংগঠন থেকে সুদহীন ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

নব-নির্বাচিত সাধারণ সম্পাদক ডাঃ মিরজাহান মাজু জানান - বাংলাদেশ মেডিক্যাল সোসাইটি সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি সংগঠন। বিদেশ বিভূঁইয়ে আমরা সবাই সবার জন্য। ভিন্ন পরিবেশে, ভিন্ন সত্তার, মতদ্বৈধতা নিয়ে বেড়ে ওঠা প্রতিটি মানুষই ভিন্ন মেজাজ মর্জির। তবে, আমরা অঙ্গীকারবদ্ধ আমাদের ধর্ম-বিশ্বাস, দল বা মতাদর্শ যাই থাকুক না কেন, আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং ভালোবাসায় আবদ্ধ। বিএমএস বাংলাদেশী চিকিৎসকদের সংগঠন হলেও আমাদের চেষ্টা থাকবে অস্ট্রেলিয়ায় বাংলাদেশী কমিউনিটির যে কোন গঠনমূলক প্রশংসনীয় উদ্যোগে পাশে থেকে কাজ করার। বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতি, প্রতিভার বিকাশ ঘটিয়ে আমাদের পরবর্তী প্রজন্মকে এখানকার মূলধারার সাথে সম্পৃক্ত করাই আমাদের উদ্দেশ্য ও লক্ষ্য।







Share on Facebook               Home Page             Published on: 30-Oct-2016

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot