bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিনবাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস এর
বর্ষবরণ এবং বার্ষিক বনভোজন ২০১৯প্রবাসের হাজারো কর্মব্যস্ততা ছাপিয়ে দেশীয় সংস্কৃতির আমেজ উপভোগ করার লক্ষ্যে মূলত আয়োজন করা হয়ে থাকে ভিন্ন ভিন্ন উৎসবের। তেমনি এক আনন্দ-উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস (বি এম এস) এর বর্ষবরণ এবং বার্ষিক বনভোজন ২০১৯।ডাঃ খালেদুর রহমান এর নেতৃত্বে এবং পরিকল্পনায় গত ১৩ই এপ্রিল সিডনির ক্যাটারাক্ট বাঁধ (Catarct Dam) এর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পিকনিক স্পটে বি এম এস এর পক্ষ থেকে এই প্রথম বারের মতো বর্ষবরণ এর আয়োজন করা হয়। সবুজ ঘাসের আঙিনায় নিউ সাউথ ওয়েলস এ বসবাসরত সোসাইটির সদস্য বৃন্দ ও তাদের পরিবার পরিজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণের উৎসবে পরিণত হয়েছিলো দিনটি।

দিনব্যাপী অনুষ্ঠানমালার শুরু হয়েছিল প্রাতরাশ ও যেমন খুশী তেমন সাজো অনুষ্ঠান দিয়ে। এরপরই ছিল ডাঃ ইশরাত জাহান শিল্পী এবং ডাঃ জসিমউদ্দিন এর সঞ্চালনায় পরপর চারটি সমবেত সংগীত (নজরুল গীতি, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি ও লোকসংগীত) পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ পর্ব। সমবেত সংগীতগুলোর নেতৃত্বে ছিলেন ডাঃ শাহনাজ পারভীন, ডাঃ ফাহিমা সাত্তার, ডাঃ আমরিন সুলতানা এবং ডাঃ ফারজানা ইউসুফ। এরপর এসো হে বৈশাখ গানের সাথে ছিল শিশু শিল্পী তানিশা খান এবং ফাবিহা সিদ্দিক এর অপূর্ব নাচ। এর পাশাপাশি কবিতা আবৃত্তি ও একক গান গেয়ে শোনান উপস্থিত বি এম এস এর সদস্যরা। তাদের অনবদ্য পরিবেশনায় আগত অতিথিদের সকলেই উচ্ছ্বসিত-আনন্দে উদ্বেলিত হোন ।বি এম এস এর পক্ষ থেকে এরপর ছিল শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বড় এবং ছোটদের জন্য খেলাধুলা। পুরুষ-মহিলা ও শিশু-কিশোরেরা অংশ নেয় বিভিন্ন খেলাধুলায়। সব বয়সের মানুষেরা এদিন মেতে ছিল আনন্দে। এই পর্বটি পরিচালনায় ছিলেন ডাঃ জেসমিন রহমান, ডাঃ জেসি চৌধুরী, ডাঃ ওয়াহিদা রহমান, ডাঃ তানজিলা আক্তার, ডাঃ তাপস, ডাঃ জান্নাতুল নায়ীম এবং ডাঃ ইশরাত জাহান। দুপুরে খাবারের আয়োজনে সবাই উপভোগ করেন দেশীয় খাবার - ভাত, ভর্তা এবং মাছ । মধ্যাহ্নভোজের পর ছিল বাঁধ পরিদর্শন এবং ফটো সেশন। সবশেষে চা পর্ব দিয়ে শেষ হয় উৎসব মুখর একটি দিন।বিদায় পর্বে বি এম এস এর প্রেসিডেন্ট ডাঃ শায়লা জাহিদ একটি সুন্দর দিন উপহারের জন্য সকলকে ধন্যবাদ জানান। বর্ষবরণ এবং বার্ষিক বনভোজন উদযাপনে ডাঃ খালেদুর রহমানকে সহযোগিতা করেন বি এম এস বনভোজন উপকমিটির সদস্যবৃন্দ।


ডাঃ ফখরুল ইসলাম, পাবলিকেশন সেক্রেটারি
ডাঃ জাকির পারভেজ, জেনারেল সেক্রেটারি
ডাঃ শায়লা ইসলাম, প্রেসিডেন্ট
বাংলাদেশ মেডিকেল সোসাইটি অব নিউ সাউথ

Share on Facebook               Home Page             Published on: 14-May-2019


Coming Events:UNTOLD STORIES আমাদের গল্প


Grameen Support Group Australia
Notice of Annual General Meeting