বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা অস্ট্রেলিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার
 প্রেস বিজ্ঞপ্তি: অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব এফ.এম. বোরহান উদ্দিন, আজ ০২ এপ্রিল ২০২৫ তারিখ অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল, মাননীয় মিজ স্যাম মোস্টান এসি এর কাছে তাঁর পরিচয়পত্র পেশ করেন। পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্নর জেনারেলের অফিসিয়াল সেক্রেটারি জনাব গেরাল্ড মার্টিন পি এস এম এবং অস্ট্রেলিয়ান পররাষ্ট্র্র মন্ত্রীর প্রতিনিধি মিজ ক্যাটরিনা কুপার, ডেপুটি সেক্রেটারি, হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। পরিচয়পত্র পেশ শেষে তাঁরা সংক্ষিপ্ত একান্ত আলোচনায় মিলিত হন, যেখানে দু’দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয়াবলী আলোচিত হয়। গভর্নর জেনারেল হাইকমিশনারকে অভিনন্দন জানান এবং তাঁকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। হাইকমিশনার মাননীয় গভর্নর জেনারেলকে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশের জনগণের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একইভাবে গভর্নর জেনারেল বাংলাদেশ রাষ্ট্র ও সরকার প্রধানকে এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। অস্ট্রেলিয়াতে হাইকমিশনার নিযুক্ত হওয়ার পূর্বে জনাব এফ.এম. বোরহান উদ্দিন ফিলিপাইনে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
|