bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিনঅস্ট্রেলিয়া আওয়ামী লীগের নতুন কমিটি গঠিতসাইফুল ইসলামঃ অবশেষে দীর্ঘ প্রায় এক বছরের কার্যকর তৎপরতা শেষে সিডনিতে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার কার্যকরী পরিষদ গঠিত হল। গত ৯ জুলাই ২০১৭ রবিবার সন্ধ্যা ছয়টায় সিডনির স্থানীয় রেস্টুরেন্টে এক সভায় বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া শাখার কার্যকরী কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি পদে ড. আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক পদে ড. আবুল হাসনাৎ মিল্টন নির্বাচিত হন। এছাড়া যুগ্ম সম্পাদক পদে হারুণ অর রশীদ ও আশরাফুল হক এবং সাংগঠনিক সম্পাদক পদে আলাউদ্দিন অলোক এবং মশিউর রহমান হৃদয় নির্বাচিত হন। উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার দীর্ঘদিনের সভাপতি ছিলেন এবং সিডনি অলিম্পিক মেলায় বৈশাখী মেলা আয়োজনের অন্যতম রূপকার ছিলেন। ডা. আবুল হাসনাৎ মিল্টন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নব্বইয়ের গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ছিলেন। এছাড়া ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্র-সংসদের সমাজকল্যাণ সম্পাদক ও ভারপ্রাপ্ত সহ-সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন।সিডনিতে প্রকৃত অর্থে আওয়ামী লীগের রাজনীতি অনেকদিন ধরেই অনুপস্থিত ছিল। এ নিয়ে বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। এমতাবস্থায়, সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার কমিটি গঠনের সংবাদে পুরো অস্ট্রেলিয়া জুড়েই বঙ্গবন্ধুর অনুসারীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রস্তাবিত ৬১ সদস্যের ঢাউস বর্তমান কমিটিতে অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য ও টেরিটরির প্রতিনিধিত্ব থাকছে। ইতিমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমন্ডলি, কেন্দ্রীয় কমিটি ও অঙ্গসংগঠনের অনেকেই ফোনে ও ফেসবুকে ড. আব্দুর রাজ্জাক- ডা. আবুল হাসনাৎ মিল্টনের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সদ্য গঠিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে। বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিকসমূহও গুরুত্বের সাথে নতুন কমিটির সংবাদ প্রকাশ করেছে।সাইফুল ইসলাম, দপ্তর সচিব, বাংলাদেশ আওয়ামী লীগ অস্ট্রেলিয়া
Share on Facebook                         Home Page                            Published on: 31-Jul-2017