bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সিডনীতে মঞ্চস্থ বাংলা নাটক - দৌড়নামা
বেঙ্গলি এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস গত আগস্ট মাসে একটি নাট্যোৎসবের আয়োজন করেছিল- নাট্যোৎসব ২০১২। এ নাট্যোৎসবে মোট চারটি নাটক মঞ্চস্থ হয়। ৪ই আগস্ট প্রথম সন্ধ্যায় মঞ্চস্থ হয় রাহুল গাঙ্গুলীর পরিচালনায় ‘বল্লভপূরের রূপকথা’ এবং শুভ্র মিত্রের পরিচালনায় ‘দর্পণ সাক্ষী’। ১১ই আগস্ট অর্থাৎ নাট্যোৎসবের দ্বিতীয় দিনের প্রথম নাটকটি ছিল টিটো রায়ের পরিচালনায় ‘দৌড়নামা’ আর দ্বিতীয় নাটক আসীম দাস ও স্বপন ত্রিবেদীর পরিচালনায় ‘ব্যোমকেশ’। সুচারু ভাবে আয়োজিত এই নাট্যোৎসবের প্রতিটি সন্ধ্যায় বরাবরের মতই প্রচুর দর্শকের সমাগম হয়। বলতে হয় প্রতিটি দর্শক প্রতিটি নাটক উপভোগ করেছে। এ বছর এটি বেঙ্গলি এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের ৮তম নাট্যোৎসব। এ সংগঠনের পরিচালক মণ্ডলী আবারো একটি সফল এবং স্মরণীয় নাট্যোৎসব উপহার দেয়ার জন্য প্রশংসনীয় হয়ে থাকবে।

এই ভিডিও টি ইন্দ্রাশীষ লাহিড়ী রচিত ‘দৌড়নামা’ নাটকের। কাহিনী আবর্তিত হয় একজন বাস ড্রাইভারকে কেন্দ্র করে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটের চিত্র, কমিশনের লোভে এবং টিকে থাকার জন্য প্রতিযোগিতা, মর্মান্তিক বাস দুর্ঘটনা এবং এর পরিণতি এ নাটকটির মূল প্রতিপাদ্য বিষয়।







Share on Facebook               Home Page             Published on: 24-Oct-2012

Coming Events:





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far