bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...


ডঃ বদরুল আলম খানের নতুন বই
“সংঘাতময় বাংলাদেশঃ অতীত থেকে বর্তমান”


ডঃ বদরুল আলম খানের ৫ম গ্রন্থ, “সংঘাতময় বাংলাদেশঃ অতীত থেকে বর্তমান” সম্প্রতি ঢাকা থেকে প্রকাশিত হয়েছে। ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয় বৈশ্বিক প্রেক্ষাপটে অন্যতম তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। স্বাধীনতা পরবর্তী এ দেশের স্বল্পদৈর্ঘের ইতিহাস রাজনৈতিক এবং সামাজিক উথালপাতালে সমাকীর্ণ। একাধিক সামরিক অভ্যূথান, জনপ্রিয় রাষ্ট্রনায়কদের নির্মম পরিনতি, বিশ্বাসঘাতকতা, শঠতা, ষড়যন্ত্র, প্রতিহিংসা, ক্রোধ ও সংঘাতের এ সব ঘটনা গ্রীক পুরান বা ট্রাজেডির কাহিনিকে মনে করিয়ে দেয়। বাংলাদেশের রাজনীতি ও সমাজ জীবনে যে সংঘাত সর্বব্যাপী, এ গ্রন্থে তার ঐতিহাসিক এবং সমকালীন উৎস অনুসন্ধান করা হয়েছে। এখানে জাতি পরিচয় ও ধর্মপরিচয় ভিত্তিক দ্বন্দ্ব, জাতীয় নেতৃত্বে ব্যক্তিত্বের সংঘাত এবং গ্রাম ও শহরের মধ্যে বৈষম্য কীভাবে দেশের সংকটকে জটিল করে তুলেছে তার বিশ্লেষণধর্মী আলোচনা তুলে ধরা হয়েছে।

বইটিতে পাঁচটি অধ্যায় রয়েছেঃ সঙ্ঘাত মানসিকতার ঐতিহাসিক পটভূমি, আত্মপরিচয়ের দ্বন্দ্বঃ জাতি বনাম ধর্ম, রাষ্ট্র ও গণতন্ত্র, ব্যাক্তিত্বের সংঘাতঃ মুজিব বনাম জিয়া, গ্রাম শহর দ্বন্দ্ব এবং উপসংহার হিসেবে সংঘাত নিরসনের পথ।

গ্রন্থের প্রকাশক “প্রথমা প্রকাশন”। পৃষ্ঠা সংখ্যা ৩০৪, মূল্য ৫৫০ টাকা (১৫ অস্ট্রেলীয় ডলার)। বইটি সিডনীর একুশে বই মেলা এবং বৈশাখী মেলায় পাওয়া যাবে।

ডঃ বদরুল আলম খান ১৯৫২ সালে যশোরে জন্মগ্রহন করেন। অস্ট্রেলিয়ার সিডনী বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে এম এ এবং মস্কো রাষ্ট্রীয় বিশ্ব বিদ্যালয় থেকে সমাজতত্ত্বে পিএইচডি। ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগে যোগ দেন। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন ১৯৮৮ সালে। ১৯৯৪ সাল থেকে অস্ত্রেলিয়ায় অধ্যাপনা করছেন। পড়িয়েছেন ম্যাকোয়ারি বিশ্ববিদ্যালয়ে ও সিডনী বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে ওয়েস্টার্ন সিডনী বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীনভাবে অধ্যাপনা করেন।

তার লেখা অন্যান্য গ্রন্থসমূহ -

পুঁজিবাদের সমাজতত্ত্ব (সম্পাদনা),
“সমাজতত্ত্বঃ সংকট ও সম্ভবনার দেড়শ বছর” (বাঙলা একাডেমী);
“দর্শনের সংকট” (জাতীয় সাহিত্য প্রকাশনী);
“তৃতীয় বিশ্ব ধর্ম ও সমাজ বিপ্লব” (জ্ঞান প্রকাশনা)।








Share on Facebook               Home Page             Published on: 18-Feb-2015

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot