bangla-sydney.com News and views of Bangladeshi community in Australia |
![]() অভুতপূর্ব বন্যা! আজাদ আলম অভুতপূর্ব বন্যায় ডুবছে সিলেট ডুবছে দেশ লক্ষ মানুষের জীবনে নেমেছে ভোগান্তি ক্লেশ ভাসিয়ে নিয়ে গেছে গৃহপালিত জীব ঘরবাড়ী সর্বশান্ত অনেকেই চোখে মুখে কান্নার আহাজারী এইতো সময় অসহায় দেশবাসীর পাশে দাঁড়ানোর এই তো সময় অকুন্ঠচিত্তে অবলিলায় দুহাত বাড়ানোর দেশেই থাকি বা বিদেশেই থাকি আমরা সবাই বাংলাদেশী এমন দুর্যোগের মহাকালে স্বতঃস্ফুর্তভাবে সবাই এগিয়ে আসি যেখানেই থাকুন শুধিতে হইবে দেশ মাতৃকার ঋণ মানুষের মন জেগে উঠুক মানুষের জন্য প্রতিদিন। ![]() |
![]() | ![]() |
![]() |