আজাদ আলমের লেখা রংপুরের আঞ্চলিক ভাষায় লোক কথা ভিত্তিক কবিতা বা ছড়া সত্যিই উপভোগ্য। আঞ্চলিক ভাষার সাথে ছন্দের মেল-বন্ধন প্রশংসনীয়। ছড়ার মধ্যে যেমন হূল ফোটনোর ব্যাপার আছে, তেমন আছে পান সুপারি খাওয়ার সাদর আমন্ত্রণ। বর্তমানের ফেসবুক থেকে শুরু করে পল্লী জীবনের দৈনন্দিন খুঁটিনাটি ব্যাপার, পল্লীবাসীদের আলাপ-চারিতা ও আদর সম্ভাষণ ছড়ায় গ্রন্থিত হয়েছে খুবই সাবলীল ভাবে। রংপুরের আঞ্চলিক ভাষায় লেখা আজাদের ছড়া কবিতা আমাদের লোক সাহিত্যে অবদান রাখছে এটা আমার বিশ্বাস। আজাদ আপনি লেখা চালিয়ে যান।
- ফারুক কাদের
|