জাগো বাহে আজাদ আলম
অবাক পৃথিবীর শান্তিকামী মানুষ, নির্বাক সারা বিশ্ব! মানবতা আজ এত অসহায়, নিশ্চল! এত কেন নিঃস্ব! এ ক্যামন মরণ মারণ খেলা এ ক্যামন অন্যায় অবিচার! এ ক্যামন যুদ্ধ নীতি এ ক্যামন কূটনীতির ক্যারিক্যাচার! এক তরফার অবাঞ্ছিত তরফদার একগুঁয়ে ইজরাইল গাজা বাসী ফিলিস্তিনদের আতঙ্ক সাক্ষাত আজরাইল অবিশ্রাম কামান মর্টার আর মিসাইলের অতর্কিত গুলি উড়িয়ে দিচ্ছে অসহায় মা বোন শিশুদের মস্তকের খুলি
জেগে উঠো শান্তিকামী বন্ধুরা , উঠো জেগে সব ভেঙ্গে সব নীরবতা, যোগ দাও মিছিলে হও সরব আর কত নিষ্পাপ শিশুদের জীবন অবসানে গেলে! দেখবো তোমাকে্ও, পতাকা হাতে মিটিং এ মিছিলে!
কোথায় তুমি বিবেকানন্দ, কোথায় তুমি মোস্তফা? কোথায় তুমি ডেভিড, মিশেল কোথায় হোং হা কোথায় মেগাচভ, মার্গারিটা কোথায় তোমরা কোথায়? কোথায় হে বিশ্ববাসী? এখনও ঘুমিয়ে কেন বিছানায়? নিধন হচ্ছে নিষ্পাপ শিশুরা আল শিফা হাসপাতালে এখনও যদি জেগে না উঠো জাগবে তুমি কোন কালে?
ঐ দেখো ট্রেনে বাসে রাস্তায় পার্কে মা শিশুদের ঢল মুখে “ফ্রি ফ্রি প্যালেস্টাইন” স্লোগান, চোখ অশ্রু সজল কত শত যুবক যুবতী, বৃদ্ধ জুটি, ধর্ম বর্ণ নির্বিশেষে অই দেখ মিছিলের কাতারে শামিল হয়েছে সবে এসে। তুমি নুরুলদিন আর কত দিন থাকবে নীরবে নিভৃতে জাগো বাহে ওহে বন্ধুরা দেখা হবে রাস্তায় রাজপথে যোগ দাও দলে দলে দিন রাত সকালে বিকালে দেখা হবে প্যালেস্টাইনের মুক্তি কামনায় শান্তি মিছিলে দেখুক সারা বিশ্বের শক্তিধর মহারথীরা চোখ খুলে দেখুক “ফ্রি ফিলিস্তিন” দাবিতে তোমার অবস্থান কতটা অটুট
বিশ্ব জনতার ন্যায্য দাবী উচ্চস্বর অকুতোভয় অদম্য হতেই হবে প্যালেস্টাইনের জন্ম, স্বাধীন সার্বভৌম।
|