bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia













ক্যামন আছেন হক ভাই?
আজাদ আলম


গত ২৩শে অক্টোবর সদ্য প্রয়াত বিশিষ্ট সমাজ সেবক ড. আব্দুল হকের স্মরণ সভায় পঠিত


হক ভাই, ক্যামন আছেন?
বড়ই জানতে ইচ্ছে করছে
বিধাতা আপনাকে ক্যামন রেখেছেন।
সেই যে,
অজি বাংলা স্মাইলের চ্যারিটি প্রোগ্রামে আসবেন কথা দিলেন
শরীর সায় দিলে,
সংসারের জরুরী কোন ঝামেলায় না জড়ালে
আল্লাহ চাহে তো
এক টেবিলে বসা হবে এও বললেন,
অথচ
কি হতভাগ্য ক্লিষ্ট কাতর কপাল আমাদের হক ভাই
ভোর না হতেই সেই তো
শারীরিক ঝামেলায় জড়ালেন
দুপুর না হতেই
এত দ্রুত না ফেরার দেশে চলে গেলেন এত সহজে
ভাবলেই মনের গভীরে কান্নার বেহালা বাজে, হক ডাই।
এ যাওয়াও বুঝি ছিল,
যেমন ছিল আপনার সরল জীবন যাপন
তেমনি যেন ছিমছাম আড়ম্বরহীন
ঝামেলাহীন শেষ আয়োজন।

জীবনের সকল কর্মকাণ্ডে যেমন ভাবেন নি
কি পেলেন বা কি পেলেন না
সাহায্যের হাত বাড়ানোই ছিল আপনার
প্রশ্ন ছিল না অপরপক্ষ আপন কি না।
সামনে মেলে ধরেছেন
মানবতার ব্যানার আদর্শ মহান।
নিঃসংশয়ে, নিঃসংকোচে, নিঃস্বার্থ সেবা দান।

কি ধ্রুব সত্যটাই না বলতেন হক ভাই,
"কানকথায় কান দিয়ে কোন কাজ নাই
ছিদ্রান্বেষীরাই ছিদ্র খোঁজে
ভালমন্দ বোঝে আর না বোঝে
গালমন্দ দিতে পারলেই আত্মতৃপ্তি পায় কিছু লোক এ সমাজে"।
"এতে কি কিছু যায় বা আসে ।
কাজ করুন সিনছিয়ারলি সুষম ফলের আশায়
রিওয়ার্ড বা এওয়ার্ড তো দিবেন উপরওয়ালায় ।"

হক ভাই, আপনি আরো বলতেন অহরহ,
আমরা ক্ষুদ্র মানুষ এতে নেই কোন সন্দেহ
তার চেয়ে সংক্ষিপ্ত আমাদের নশ্বর জীবন।
কে যে চলে যাব কোনদিন কোন ফাঁকে কখন।
রস করে বলতেন,
"এই যে আমি মানুষটা ছোটখাটো, আটোসাটো ভুরিটাও ।
অন্যের কিডনি নিয়ে চলি, কবরে তো চলেই গেছে একটা পাও।
সংসার ধর্মকর্ম শেষে যতটুকু সময় পাই।
কামনা করি
যদি কারো কোন উপকারে লেগে যাই"

এসেছিল হক ভাই, অনেকেই এসেছিল।
পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব পাড়া থেকে দলে দলে এসেছিল।
সৌম্য শান্ত মুখ দর্শন শেষে,
আপনার জানাজায় শরীক হতে অনেকেই এসেছিল।
আপনার হাতের পরশে পুষ্ট মসজিদ প্রাঙ্গণের নরম ঘাসে দাঁড়িয়ে
নীরবে চোখের জল ফেলেছিল, হক ভাই, অনেকেই ফেলেছিল ।
আপনার স্নেহের রাহুল, আপনি ছিলেন যার বটবৃক্ষ ছায়া।
মরণ ক্যান্সারে শায়িত সে
আসতে পারে নি তবে
ডুকরে ডুকরে কেঁদেছিল হক ভাই। কেঁদেছিল অনেক অনেক কেঁদেছিল ।

চন্দ্র ভুক, যমদূত কেড়ে নিয়েছে আপনার হৃদপিণ্ডের স্পন্দন,
নিভিয়ে দিয়েছে চোখের আলো।
কেড়ে নিতে পারে কি
আপনার প্রাণপ্রিয় মহৎ কর্মগুলো ।
রাহুলের জন্য যে আপনার মর্মব্যথা
কে পারে মুছে দিতে।
আপনার আদর্শ আটকে থাকুক আমরণ
সবার মনের আরশিতে।

রিভার স্টোন গোরস্থানের দিকে তাকিয়ে
সশ্রদ্ধ কণ্ঠে বলি
সেই চিরন্তন হাদিসের কলি
"আচছালামো আলায় কুম ইয়া আহলাল কুবুরে।
আপনি অগ্রে চলে গেছেন,আজরাইল আমাদেরও দরজার কড়া নাড়ে।"

জান্নাতুল ফেরদৌসে চির আবাসন হোক
সেই সে অদৃশ্য সুদূরে।
আলোকিত মানুষ আপনি
সদা সর্বদা আলোকিত থাকুন বেহেস্তের নুরে।



আজাদ আলম, সিডনি




Share on Facebook               Home Page             Published on: 10-Nov-2016

Coming Events:





A day full of activities, games and fun.







Blacktown Lakemba Mascot