bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন




““গুড মর্নিং বাংলাদেশ”” ২০১৭
আপনারা সবাই আমন্ত্রিত

আজাদ আলম



মে মাস টা ““গুড মর্নিং বাংলাদেশ”“ বিগেস্ট মর্নিং টি, ক্যান্সার কাউন্সিল ফান্ড রেইজিং স্বেচ্ছাসেবী এবং আয়োজকদের জন্য একটি বিশেষ স্মরণীয় কর্মমুখর মাস। ““বিগেস্ট মর্নিং টি”“ মরণ ব্যাধি ক্যান্সার নিরাময়ের ব্যয়বহুল রিসার্চের জন্য অর্থ সংগ্রহের একটি সেবামুলক ক্যাম্পেইন।

সারা অস্ট্রেলিয়া ব্যাপী স্কুলের ছোট ছোট ছেলে মেয়েরা যেমন বিভিন্ন প্রোগ্রাম করে, চকলেট বিক্রি করে পয়সা তুলে তেমনি বড় বড় কোম্পানির মালিকেরাও চা চক্রের আয়োজন করে এই মহৎ কাজের জন্য পয়সা তোলার ব্যবস্থা করেন। এমনকি বাসায় বাসায় এর নামে টিনের বাক্সে খুচরো পয়সা জমা করে ক্যান্সার কাউন্সিলের ফান্ডে জমা দেন অনেক পরিবার।

সিডনিতে প্রবাসী বাংলাদেশিরাও সাড়া দেন সহজাত মানসিকতার কারণেই। এই মানবিক কাজে যোগ দিয়ে আসছেন এই ক্যাম্পেইনের প্রায় গোড়া থেকেই। গত ১৬ বছরের মত এবারেও মে মাসের ৭ , ১৪ এবং ২১ তারিখ , এই তিন রবিবারে সিডনিতে আয়োজিত হবে ““বিগেস্ট মর্নিং টি”“ বাংলাদেশি স্টাইলে।

নিউ সাউথ ওয়েলস ক্যান্সার কাউন্সিলের জন্য অর্থ সংগ্রহে প্রবাসী বাংলাদেশি পরিবারের এই মহৎ উদ্যোগের কথা শুধু বাংলাদেশিদের মুখে মুখে নয় এর গুণগান লোকাল এরিয়ার লোকজন তথা রাজনৈতিক ব্যক্তিত্বরাও এখন গুরুত্বের সাথে আলোচনা করেন, প্রশংসা করেন, উদাহরণ টানেন। এমনকি অস্ট্রেলিয়ার ন্যাশনাল পার্লামেন্টেও বাংলাদেশী কমিউনিটির এই সফল উদ্যোগ প্রশংসিত হয় যথেষ্ট উল্লাস আর করতালির মাধ্যমে। ২০০১ সালে যে প্রোগ্রামটি সিডনীর পশ্চিমাঞ্চল ব্ল্যাক-টাউনে মাত্র ৯০০ ডলারের নিচে সংগ্রহ করে, সেই একই প্রোগ্রাম আজ অবধি সংগ্রহ করেছে ১,৫০,০০০ ডলারের ও বেশি। বলতে গেলে এই বিশাল সংগ্রহের প্রায় পুরোটাই সিডনীতে বসবাসকারী বাংলাদেশিদের বদান্যতার ফসল। ঐক্যবদ্ধতা ,নিরলস, নিঃস্বার্থ এবং নিরন্তর প্রচেষ্টার এটি হল একটি প্রকৃষ্ট নমুনা।

সবার প্রিয় হক ভাই আজ আমাদের মাঝে নেই তবে রেখে গেছেন তাঁর প্রকৃষ্ট গুনটা। মানবতার সেবায় এগিয়ে আসার মত ঐশ্বর্যশালী উদাহরণ। আসুন আমরা সবাই মিলে ““ গুড মর্নিং বাংলাদেশের”“ পতাকা তলে দাড়িয়ে এরকম অনেক সেবামুলক কাজে অংশগ্রহণ করি।

এবারের ““গুডমর্নিং বাংলাদেশ”“ ব্যানারে অনুষ্ঠিতব্য প্রোগ্রামের সময়সূচী নিচে দেয়া হল।

স্থান - ম্যাসকট পাবলিক স্কুল। কিং স্ট্রীট, ম্যাসকট
তারিখ - ৭ মে রবিবার, সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা
যোগাযোগ - ০৪১৩৭৮৫০৯৮ - আজাদ আলম

স্থান - ভিলেজ গ্রিন, ব্লাকটাউন কাউন্সিল বিল্ডিং এর পাশে, ফ্লাশকম্ব রোড, ব্লাকটাউন
তারিখ - ১৪ মে রবিবার, সকাল ৯:৩০ টা থেকে দুপুর ১২:৩০ টা
যোগাযোগ - ০৪১৪৩৭২৪৮৫ - আয়াজ চৌধুরী

স্থান - অস্ট্রেলিয়ান ন্যাশনাল স্পোর্টস ক্লাব, ৫৭১- ৫৭৭ পাঞ্চবোল রোড, প্যারি পার্ক, ল্যাকেম্বা
তারিখ - ২১ মে রবিবার, সকাল ৯.৩০ থেকে দুপুর ১২ টা
যোগাযোগ - ০৪১২৩৫৫৪৪৮ - ফারুক হান্নান



আজাদ আলম, ম্যাসকট, সিডনি





Share on Facebook               Home Page             Published on: 2-May-2017

Coming Events:





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far