bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Sydney
করোনা প্রতিরোধের ছড়া
আজাদ আলম
এক

হোক বা না হোক, করোনা রোগ
হাত ধরার কেউ, করো না লোভ
দু'গজ দূরে থাকাই চাই
সাবধানের কোন, মার যে নাইদুই

মুখে দিবেন না, আঙ্গুল হাত
এই খাছিলত মরণ খাদ
সাবান ফেনায় হাত ধোবেন
কুড়ি সেকেন্ড সময় নেবেনতিন

লবনযুক্ত গরম পানি
গলায় রেখে গলগলানি
কমবে কফের খুশখুশানি
মেনে চলুন বৈদ্য বানীচার

লেবু মেশানো গরম চা
পারলে মধু, একটু আদা
পান করুন দিনে রাতে
ফল পাবেন হাতে নাতেপাঁচ

খাদ্যে রাখুন কালো জিরা
পুদিনা পাতা লং এর গুরা
পুষ্টি খাবার হাল্কা ব্যায়াম
সাধ্যমত চালিয়ে যানছয়

ঘরে ঘরে দুর্গ গড়ুন
হাল আইনের হাল ধরুন
সময়টা এখন প্রতিকুলে
সাহায্য চান দুহাত তুলেসাত

তরুণ দামাল আর দেরী না
তোমরা এখন করোনা সেনা
খবর নাও নিজের পাড়ার
কাটছে দিন ক্যামন কার
আট

সরকারী সব কড়া নোটিশ
প্রচার করো অহর্নিশ
সবার টনক নড়ানো চাই
দ্বিতীয় কোন উপায় নাইনয়

নিজে পুরো সতর্ক রও
তারপর তুমি হাতটা বাড়াও
নিজে বাঁচলে বাপের নাম
বাপ বাঁচানো কামের কামদশ

সরকারী মাল চাউল চোরা
হাতে নাতে পরলে ধরা
ডাণ্ডা পেটাও আগাগোড়া
পুলিশ পরাক হাতের কড়াএগারো

মেয়ে হও আর, ছেলেই হও
নিজের প্লেট নিজেই ধোও
বাসার কাজে শ্রম দিলে
দুপাখি মরে, একটা ঢিলেবারো

কাজের মানুষ দূরে রলো
করোনা ঝুঁকি কমে গেলো
হাত পা নেড়ে ব্যায়াম হলো
অসার সময় কাজে দিলতেরো

বেতন দিয়ে দাও ছুটি
সাবান কিনুক, কিনুক রুটি
থাকুক তারাও নিরাপদে
স্বজন নিয়ে এই বিপদেচৌদ্দ

তোমাদের এই প্রতিজ্ঞা হোক
হবো না আমি, করোনা বাহক
হতে চাই এর প্রতিষেধক
এই বিপদে এক সহায়কShare on Facebook               Home Page             Published on: 12-Apr-2020


Coming Events: