bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












সুন্দর ফন্টের জন্য SolaimanLipi ডাউনলোড করে নিন...

দশ পয়সার আবেদন
TEN CENTS APPEAL

(গল্প নয়)

আজাদ আলম

(২য় অংশ)

ঘণ্টা দুয়েকের বেশি কোন দিক দিয়ে কেটে গেছে জানি না। ঘড়ির দিকে তাকিয়ে আমি উঠলাম। রায়হান তখনও বিছানায় বসে আছে। ওর এক রুমমেট বাইরের থেকে এসে তার কুশলাদি জিজ্ঞেস করে উপরে চলে গেল। আমি তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললাম,” রাহুল, এর ভিতর কিছু ডলার আছে যা আমার কাছের কিছু মানুষের থেকে পাওয়া। তোমার কথা শুনে তারা এগিয়ে এসেছে। এর মধ্যে আছে কিছু স্টুডেন্ট, একজন আন-এমপ্লয়ড মাদার, আছে মধ্যবিত্ত চাকুরীজীবীর ভালবাসা এবং দোয়া। তোমার চিকিৎসার খরচের বহরে জানি এ সামান্য অর্থ। অথই সাগরে এক ফোঁটা জল ছাড়া কিছু না। পৃথিবীটা হৃদয়বান মানুষে ভর্তি। তোমার এ কাহিনী শুনে অনেকেই এগিয়ে আসবে এ প্রত্যাশা রাখি। এগিয়ে আসবে ফোটা ফোটা স্বচ্ছ সুশীতল জল হাতে নিয়ে। এই ফোঁটা ফোঁটা জলের সমন্বয় তোমার সাগর ভর্তি নোনা চোখের জল মুছে দিবে। তুমি শক্ত ছেলে, তোমার গাড়ির চাকা অনেক শক্ত। সব কাদামাটির বাধা পেরিয়ে স্বাভাবিক রাস্তায় উঠে আসুক এ আশা রাখি।

হ্যান্ডশেক করে বিদায় নিলাম আমি। রায়হান বিছানা থেকে ওঠার চেষ্টা করেও পারলো না। এক নাগাড়ে এতক্ষণ বসে থাকা, কথা বলা তার জন্য কষ্টদায়ক। গোধূলি বেলার নিস্তেজ সূর্যের মতই তার বিশ্রাম দরকার।

রাহুলের ঘর থেকে বেড়িয়ে গাড়িতে বসে আছি চুপচাপ। সন্ধ্যার শেষে রাত এগিয়ে আসছে। শনিবারের ছুটির রাত। উঠতি বয়সের কিছু যুবক যুবতী হৈ হুল্লোড় করতে করতে বারে ক্লাবে যাচ্ছে আনন্দ ফুর্তি করতে। রাহুলের বয়সীই হবে এরা। রাহুল শনি বা সোমবার, দিন বা রাতের মর্ম খুঁজে পায় না এখন। দিন আসে দিন যায়, রাত আসে চলে যায়। যেমন আসে তেমনি। রাহুলের বয়সী দুই বাংলাদেশি ছেলে মেয়ের আজ গায়ে হলুদ। ডালার পর ডালার পসরা নিয়ে যাচ্ছেন আত্নিয় স্বজন বন্ধু বান্ধবেরা পার্টি সেন্টারে। বিশাল ব্যাপক আয়োজন। সিডনিতে এখন পঞ্চাশ হাজারের বেশি বাংলাদেশি। এ রকম নানান ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন, সজ্জিত থাকেন তাঁরা। যে কাজেই জড়িত থাকুন না কেন, যে সাজেই সেজে থাকুন না কেন, দেশের এবং দেশী মানুষের জন্য তাদের প্রাণ কাঁদবেই। খাঁটি বাঙ্গালীরা বাংলাদেশের পলি মাটির মত নরম মনের মানুষ। আমার এ আবেদন যদি অন্তত্ঃ ১০ ভাগ বাংলাদেশিদের কাছে পৌঁছায় এবং প্রতিদিন ১০ সেন্ট (পয়সা) করে রাহুলের সাহায্যের নামে জমায় তা হলে তার চিকিৎসার সিংহভাগের যোগার হবে অতি সহজেই। এ আমার বদ্ধমূল বিশ্বাস।

“রাহুল, তুমি সুস্বাস্থ্য ফিরে পাও।”

রাহুলের ব্যাঙ্ক একাউন্ট এবং কন্টাক্ট নাম্বার

Rahul Baidya
bsb num: 082-342
account num: 94-567-9331
national australia bank limited (nab)
NSW Australia.

email: jico8016@hotmail.com

mobile : (61)469422048

(Please excuse him if he does not answer phone. Most of the time he is too sick to answer calls.)

< ১ম অংশে ফিরে যাবার জন্য এখানে ক্লিক করুন







Share on Facebook               Home Page             Published on: 14-Oct-2014

Coming Events:



Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far