bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia














আমরা যারা নিজের দেশ ছেড়ে প্রবাসে আসি তাদের দু’চোখ ভরা থাকে একরাশ স্বপ্ন, আর সুন্দর ভবিষ্যতের পরিকল্পনা ।

কিন্তু এই ভিন্ন দেশে, ভিন্ন আলো বাতাসে সব কিছু আমাদের অপরিচিত । আমরা কখনো ভয় পাই, কখনো নিরাশা আমাদের কাঁধে ভর করে ।মনে পড়ে প্রিয় দেশে ফেলে আসা প্রিয় মুখ গুলো।

এই দেশে কতকিছুইনা নতুন করে শিখতে হয় ! ভাষা, সংস্কৃতি, চাকরি থেকে শুরু করে ছেলে মেয়েদের বড় করে তোলা, যেন এক বিশাল কাজ। আমরা ছেলে-মেয়েদের নিজ দেশে যেভাবে বড় করি এই নতুন দেশে তার সব কিছুই করা যায় না, আমাদেন নতুন করে যেন সব শিখতে হয়। আমাদের শিখতে হয় কিভাবে বাচ্চার সাথে খেলতে হবে। কিভাবে শেখার জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা যায়, বিভিন্ন প্রযুক্তির সাথে সাথে অন্নান্য কিছু শেখা, উৎসাহ দেয়ার গুরুত্ব ইত্যাদি।

আমাদের এই নতুন করে শেখার ব্যাপারটি আরো সহজ হতে পারে যদি এমন একজনের সাথে কথা বলা যায়, যে আমাদের ভাষা বুঝে, যে আমাদের সংস্কৃতি বুঝে। আমরা একজন বাংলাদেশী মনোবিজ্ঞানীর সাথে গল্প করার জন্য আপনাদের আমন্ত্রন জানাচ্ছি । তিনি একজন বাঙ্গালী মনোবিজ্ঞানী, প্রশিক্ষক এবং নাট্য ব্যক্তিত্ব জনাব জন মার্টিন। তিনি
Psychology Board of Australia র একজন রেজিস্টার্ড সাইকোলজিস্ট এবং the Australian Psychological Society র একজন সদস্য। তিনি পসিটিভ প্যারেন্টিং প্রোগ্রামের (Triple P - Positive Parenting Program) একজন নিয়মিত প্রশিক্ষক। বাঙ্গালী সহ অন্যান্য সংস্কৃতির মানুষজনদের সাথে পারিবারিক এবং সামাজিক উন্নয়নে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।

আপনার মনের কথা, আপনার ভাষায়, আপনার মত করে বলুন আগামী ১8ই মে এবং ২১শে মে ২০১২, সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২ঃ৩০ মিনিট পর্যন্ত; সাউথ ইস্ট নেইবারহুড সেন্টার, ইস্টলেক্স। বিনামূল্যে এই সেশনে অংশ নেয়ার জন্য রেজিস্ট্রেশন আবশ্যক।

--- বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ---




Share on Facebook               Home Page             Published on: 18-Apr-2012

Coming Events:
বৃষ্টির সম্ভাবনার কারণে মেলার তারিখ ১ দিন পিছিয়ে ২১ এপ্রিল ২০২৪ (রবিবার) করা হয়েছে......




A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far