ঢাকার একুশে বই মেলায় আরিফুর রহমান খাদেমের নতুন বই
জনপ্রিয় কলামিস্ট জনাব আরিফুর রহমান খাদেমের লেখা দুই শতাধিক আর্টিকেলের মধ্য থেকে নির্বাচিত প্রায় অর্ধশতাধিক আর্টিকেলের সমন্বয়ে “প্রবাসে স্বদেশ ভাবনা” শিরোনামে একটি বই সম্প্রতি সমাপ্ত ঢাকা একুশে বই মেলায় প্রকাশিত হয়েছে। প্রকাশক অনন্যা প্রকাশনী। বইটি বাংলাবাজারে অনন্যা লাইব্রেরীসহ দেশের জেলা পর্যায়ের বিভিন্ন লাইব্রেরীতেও শীঘ্রই পাওয়া যাবে।
 আশা করা যাচ্ছে বইটি সিডনির অলিম্পিক পার্কে অনুষ্ঠিত আসন্ন বৈশাখী মেলার কোনও এক স্টলে পাওয়া যাবে। তাছাড়া বইটি শীঘ্রই পাওয়া যাবে লাকেম্বায় অবস্থিত জনপ্রিয় রেস্টুরেন্ট খুশবু'তে এবং পার্থে'র ক্যানিংটনে অবস্থিত অজবাংলা গ্রোসারিজ/ইন্ডিয়ান গোরম্যে তে।
আশাকরি বইটি দেশ প্রেমিক সকল পাঠক পাঠিকার মন জয় করতে সক্ষম হবে।
|