bangla-sydney
bangla-sydney.com
News and views of Bangladeshi community in Australia












এই লিংক থেকে SolaimanLipi ডাউনলোড করে নিন



একটি ছোট্ট অনুভূতি
এম এস আরেফীন



কল ঘুরালেই উষ্ণ পানির উষ্ণতা তোমাকে ছুঁয়ে দেবে, সে রকম বিত্তবান আমি নই।

বোতাম চাপলেই শীতাতপ যন্ত্রের শীতলতা তোমার এলোমেলো চুলকে শান্ত করবে তেমন ধনকুবের ও আমি নই।

হাঁক দিলেই একটি দানবীয় যান্ত্রিক বাক্স হুট করেই চলে আসবে তোমার ২৭ তলা ভুবনে। কষ্ট করে সিঁড়ি বেয়ে নামার ঝক্কি থেকে তোমাকে বাঁচাবে, তেমন বড়লোক ও আমি নই।

আমার নেই কোন ছোট্ট রিমোট ওয়ালা চাবি, যার সৌখিন দেহে আলতো চাপ দিলে, তোমার সেবায় হাজির হবে কোন এক সৌখিন গাড়ি, তেমন সৌখিন-বাজও আমি নই।

আমি নয়টা আটটা অফিস করিনা। আবার অফিস থেকে আগে বের হবার সুপ্রসন্ন ভাগ্য নিয়ে পার্টিতেও যাইনা।

আমি উড়ন্ত জাহাজে চেপে পাড়ি দেইনা কোন সাগর মহাসাগর, কাজে কিংবা অকাজে কিংবা স্ট্যাটাস ভ্রমণে।

আমার প্রতি সন্ধ্যার ডিনারের ক্যান্ডেল লাইটকে আড়াল করেনা কোন হুইস্কির বোতল।

আমার নেই এমন কোন নরম তুলতুলে মখমলিয় পালঙ্ক যার দেহে অদৃশ্য হয়ে যাবে তোমার শরীর।

বড়লোকি-ত্ব, বিত্তবান, ধনকুবের, লাখপতি, কোটিপতি, আরবপতি, এমন কোন কান ঝাঁঝালো, মন ধাঁধানো নাম আমার নেই।

আমার আছে উদাসপুরের লালসাকো পুকুরের পরম শীতল জল। আছে তার শুদ্ধতা, স্পষ্টতা ও তার পবিত্রতা।

আমার আছে নয়নগঞ্জের কালোচোরা ময়দানের নিঃসঙ্গ ছাতিম গাছ। আছে তার উদার ছায়া, আরো আছে তার তেজ হীন ভালবাসা।

আমার আছে একটি ছোট্ট সাকো, যেটা তোমাকে পার করে দিতে, প্রতিদিনই এগিয়ে আসবে আমার দুটো হাত।

আমার রিমোট-বিহীন চাবিতে আমি শেকল মুক্ত করি আমার বাহনটাকে, আমার সেই জং ধরা ধীর গতির সাইকেলটা, যেখানে আছে ঘনিষ্ঠতা। আছে সেই মুহূর্ত সেই সুখ সেই ক্লান্তিহীন যাত্রা যখন তুমি বাহনের পেছনে বসে আমাকে আরো জোড়ে আঁকড়ে ধরো।

আমার নয়টা পাঁচটা এক গুয়ে খামখেয়ালী জীবনে আছে প্রতিদিনই ছয়টা দশে বাড়িতে এসে চায়ের অপেক্ষা করা। আছে তার মিষ্টতা, তার কোমলতা আর একসাথে কাটানো উষ্ণ বিকেল বেলা।

আমি উদাস মাঝির, চরে আটকে পড়া নৌকা দেখতে যাই, আমি ঘাসের শরীরে শিশির বিন্দুর বসত ভিটায় যাই। যাই ধুলো ময় ধু ধু মাঠের শুকনো বালির বুকে, কিংবা হারাই গাছতলায় শুয়ে থাকা ঝরা শিমুলের দুখে।

আমার আছে প্রতিদিনের ঐ একই ডাল, ভাজি ও ভাত আর আছে স্বচ্ছ গ্লাসের স্পষ্ট পানিকে ডিঙিয়ে আসা মোমবাতির উত্তাপ।

আছে শক্ত বিছানায় প্রতি রাতে তোমাকে ছোঁয়ার আসক্তি আর আছে তোমার প্রেমে জড়ো করা আমার হাজারো ভক্তি।

মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কিংবা মিশ্রিত নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, বিত্তহীন, নিঃস্ব এমন কোন নামও আমার নেই কিংবা এরাও আমার নয়।
আমার,

আছে পালে লাগা হাওয়া
আছে উজান পানে চাওয়া
আছে উদাস পবন
আছে পায়ে-হাটা মধুবন
আছে জট-বিহীন মন
তাতে কষ্ট যোজন যোজন

আর আছে, একটি হৃদ ভূমি
আর তাতে আছো একটিমাত্র তুমি



এম এস আরেফীন, সিডনি, অস্ট্রেলিয়া




Share on Facebook               Home Page             Published on: 20-Jul-2018

Coming Events:



A day full of activities, games and fun.







Lakemba Blacktown Mascot
Minto Money raised so far





Lakemba Blacktown Mascot
Minto Money raised so far



Blacktown Lakemba Mascot
Minto Money raised so far







Blacktown Lakemba Mascot
Minto Money raised so far