bangla-sydney












প্রবাসে বাচ্চাদের বাংলা গান
আনিসুর রহমান


প্রবাসে বাচ্চাদের বাংলায় কথা বলতে শেখানোই একটা কঠিন কাজ। গত ৩০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি খুব কম বাবা-মা ই এটা সফলভাবে করতে পেরেছেন। সেখানে গান শেখানো তো আরো কঠিন ব্যাপার। তার জন্য প্রয়োজন সঠিক উচ্চারণ, সুর ও তাল সম্পর্কে জ্ঞান এবং নিয়মিত চর্চা। চারটি খানি কথা নয়। তবে যত কঠিনই হোক প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট ছেলে-মেয়েদের মুখে বাংলা গান তুলে দেবার কঠিন ব্রত নিয়ে পথে নেমেছেন শিল্পী সুমিতা দে। গত ৩/৪ বছর ধরে তিনি ঘরোয়া ভাবে বেশ কিছু ছেলে-মেয়ে কে নিয়মিত গান শেখাচ্ছেন। সারা বছর তারা যা শিখলো তা বাবা-মা এবং বন্ধু-বান্ধবের সমনে তুলে ধরার জন্য তিনি প্রতিবছর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন। গত ১৬ সেপ্টেম্বর ২০১৭, টুংগাবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তাদের ৩য় অনুষ্ঠান।

নাচ সহ প্রায় ১৭/১৮ টি গান করেছে ছেলে-মেয়েরা। সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিওটি (51 min) এখানে সংযোজন করছি আপনাদের তথ্য ও মূল্যায়নের জন্য।

এই অসাধারণ উদ্যোগ এবং সাফল্যের জন্য bangla-sydney.com এর পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই শিল্পী সুমিতা দে কে!











Share on Facebook               Home Page             Published on: 20-Sep-2017

Coming Events: