bangla-sydney.com News and views of Bangladeshi community in Australia
প্রবাসে বাচ্চাদের বাংলা গান আনিসুর রহমান
প্রবাসে বাচ্চাদের বাংলায় কথা বলতে শেখানোই একটা কঠিন কাজ। গত ৩০ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি খুব কম বাবা-মা ই এটা সফলভাবে করতে পেরেছেন। সেখানে গান শেখানো তো আরো কঠিন ব্যাপার। তার জন্য প্রয়োজন সঠিক উচ্চারণ, সুর ও তাল সম্পর্কে জ্ঞান এবং নিয়মিত চর্চা। চারটি খানি কথা নয়। তবে যত কঠিনই হোক প্রবাসে বেড়ে ওঠা ছোট ছোট ছেলে-মেয়েদের মুখে বাংলা গান তুলে দেবার কঠিন ব্রত নিয়ে পথে নেমেছেন শিল্পী সুমিতা দে। গত ৩/৪ বছর ধরে তিনি ঘরোয়া ভাবে বেশ কিছু ছেলে-মেয়ে কে নিয়মিত গান শেখাচ্ছেন। সারা বছর তারা যা শিখলো তা বাবা-মা এবং বন্ধু-বান্ধবের সমনে তুলে ধরার জন্য তিনি প্রতিবছর একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও করে থাকেন। গত ১৬ সেপ্টেম্বর ২০১৭, টুংগাবি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তাদের ৩য় অনুষ্ঠান।
নাচ সহ প্রায় ১৭/১৮ টি গান করেছে ছেলে-মেয়েরা। সম্পূর্ণ অনুষ্ঠানের ভিডিওটি (51 min) এখানে সংযোজন করছি আপনাদের তথ্য ও মূল্যায়নের জন্য।
এই অসাধারণ উদ্যোগ এবং সাফল্যের জন্য bangla-sydney.com এর পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই শিল্পী সুমিতা দে কে!
Share on Facebook               Home Page             Published on: 20-Sep-2017